১৯শে জানুয়ারি, ২০২৫ ইং | ৫ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ | সকাল ৬:২৬

পরী-আরজুর ‘টেরাম টেরাম’

বিনোদন প্রতিবেদক :

ঢাকাই চলচ্চিত্রের লাস্যময়ী চিত্রনায়িকা পরীমনি। ‘আমার প্রেম আমার প্রিয়া’ চলচ্চিত্রে অভিনয় করছেন তিনি। শামীমুল ইসলাম শামীম পরিচালিত এ সিনেমায় পরীর বিপরীতে অভিনয় করছেন চিত্রনায়ক কায়েস আরজু। ইতিমধ্যে সিনেমাটির নির্মাণ কাজ শেষ হয়েছে। আগামী মাসে এটি প্রেক্ষাগৃহে মুক্তি দেয়ার ঘোষণাও দিয়েছেন এর নির্মাতা।
সিনেমাটির মুক্তিকে সামনে রেখে আজ ২২ ফেব্রুয়ারি এর প্রথম গান ইউটিউবে প্রকাশ করা হয়। ‘টেরাম টেরাম’ শিরোনামের এই গানটিতে কণ্ঠ দিয়েছেন আহমেদ হুমায়ুন ও মুন। এতে পারফর্ম করেছেন পরীমনি ও কায়েস আরজু। এটির নৃত্য পরিচালনা করেছেন সাঈফ খান কালু। ওয়ান স্টার ইন্টারন্যাশনাল মুভিজের ব্যানারে মোজাম্মেল হক খানের প্রযোজনায় এ সিনেমায় গান থাকছে মোট ছয়টি। সিনেমাটির চিত্রনাট্য লিখেছেন আব্দুল্লাহ জহির বাবু। পরী-আরজু ছাড়াও এতে অভিনয় করছেন মিশা সওদাগর, আলীরাজ, রেবেকা প্রমুখ।

দৈনিকদেশজনতা/ আই সি

প্রকাশ :ফেব্রুয়ারি ২৪, ২০১৮ ১২:৫৫ অপরাহ্ণ