২৩শে নভেম্বর, ২০২৪ ইং | ৮ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ | সকাল ৭:৩৩

শাকিব খান দায় এড়াতে পারবেন না

শাকিব খান ভক্তদের কাছে ভালো সাড়া পেলেও এ নায়কের সর্বশেষ সিনেমা ‘আমি নেতা হবো’র মান নিয়ে প্রশ্ন উঠেছে। এ প্রসঙ্গে মুখ খুললেন নির্মাতা সৈকত নাসির। ‘দেশা দ্য লিডার’-খ্যাত এ নির্মাতা শুক্রবার সন্ধ্যায় ফেসবুকে লেখেন, “অবশেষে দেখা হলো ‘আমি নেতা হবো’। এই দেশে ভালো নির্মাতার কোন দরকার নাই, ক্ষমতা আর তেল দিয়ে শাকিব খানকে কাস্ট করতে পারলেই হলো। সত্যি কথা বলতে এই দেশে সিনেমা চলে না স্টার চলে।”

সৈকত নাসির আরো বলেন, ‘সিনেমা ভালো না খারাপ সেইসব তর্কে যারা যান, তাদের জন্য করুণা ছাড়া আর কিছুই নাই। শাকিব খান নিজেও এই দায় থেকে এড়াতে পারবেন না।’ ‘আমি নেতা হবো’ পরিচালনা করেছেন উত্তম আকাশ। শাকিবের বিপরীতে আছেন বিদ্যা সিনহা মিম। ১৬ ফেব্রুয়ারি মুক্তি পাওয়া সিনেমাটি চলতি সপ্তাহেও শতাধিক প্রেক্ষাগৃহে প্রদর্শিত হচ্ছে।

এদিকে মুক্তির অপেক্ষায় আছে সৈকত নাসিরের নতুন সিনেমা ‘পাষাণ’। তিনি জানান, অনলাইনে প্রকাশ না হলেও সিনেমা হলে দেখা যাচ্ছে ‘পাষাণ’-এর ট্রেলার। সৈকত নাসির লেখেন, “নুরজাহান এবং আমি নেতা হবো সিনেমার বিরতিতে ‘পাষাণ’-এর ট্রেলার ছাড়া হয়েছিল সিনেমা হলে। যারা দেখছেন কেমন লাগলো জানাবেন।” ‘পাষাণ’-এর প্রধান দুই চরিত্রে আছেন বিদ্যা সিনহা মিম ও কলকাতার ওম।

প্রকাশ :ফেব্রুয়ারি ২৪, ২০১৮ ১১:১৪ পূর্বাহ্ণ