১৮ই জানুয়ারি, ২০২৫ ইং | ৪ঠা মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ | বিকাল ৪:৪৪

সুন্দরবনে ৫১ কেজি হরিণের মাংস উদ্ধার

নিজস্ব প্রতিবেদন

সাতক্ষীরা রেঞ্জের পশ্চিম সুন্দরবনের গহীনে চোরা শিকারীদের কবল থেকে ৫১ কেজি হরিণের মাংস উদ্ধার করেছে আংটিহারা কোস্টগার্ড সদস্যরা।তবে এ সময় কাউকে আটক করা যায়নি।

আজ বুধবার ভোর পৌনে ৪ টার দিকে সুন্দরবনে শেড়া নদী সংলগ্ন কালীর খাল এলাকা থেকে হরিণের মাংসগুলো উদ্ধার করা হয়।

আংটিহারা কোস্টগার্ড পেটি অফিসার হামিদুর রহমান জানান, চোরা শিকারীর দল সুন্দরবনে হরিণ শিকারী করছে এমন সংবাদে সুন্দরবনে শেড়া নদী সংলগ্ন কালীর খালে অভিযান চালিয়ে ৫১ কেজি হরিণের মাংস, ২টি নৌকা, ২টি দা ও একটি চাকুসহ ১২টি পটকাবাজি উদ্ধার করা হয়।

প্রকাশ :মে ৩, ২০১৭ ১২:৩১ অপরাহ্ণ