১৮ই জানুয়ারি, ২০২৫ ইং | ৪ঠা মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ | বিকাল ৪:১৬

বেগম খালেদা জিয়ার কার্যালয়ের পাশে ককটেল বিস্ফোরণ

নিজস্ব প্রতিবেদন

বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার গুলশান কার্যালয়ের পাশে গতকাল মঙ্গলবার রাতে ককটেল বিস্ফোরিত হয়েছে। কে বা কারা পরপর দুটি ককটেলের বিস্ফোরণ ঘটিয়েছে তা জানা যায়নি। তবে বিস্ফোরণের শব্দে ৮৪ ও ৮৬ নম্বর সড়ক এবং এর আশেপাশের এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে।

জানা গেছে, ককটেল বিস্ফোরিত হওয়া স্থানের অদূরে ৮৬ নম্বর সড়কের মাঝামাঝি বিএনপি’র চেয়ারপারসনের কার্যালয়।

বিএনপি’র চেয়ারপারসনের কার্যালয় সূত্র জানায়, বিস্ফোরণের সময় খালেদা জিয়া কার্যালয়ে ছিলেন না। তিনি প্রবেশের আনুমানিক পাঁচ মিনিট আগে বিস্ফোরণের ঘটনা ঘটে।

গুলশান থানার ওসি আবু বকর সিদ্দিক জানান, রাত ১০ টা ৪০ মিনিটে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ের উত্তরে আনুমানিক চারশ’ গজ উত্তরে ৮৪ নম্বর সড়কের মাথায় পরপর দুটি ককটেল বিস্ফোরিত হয়। এরপরই পুলিশ ও র্যাবের ঊর্ধ্বতন কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেছেন।

কারা ককটেল ছুড়েছে তা প্রাথমিকভাবে জানা যায়নি। তবে ঘটনাস্থলের আশপাশের সিসি ক্যামেরার ফুটেজ সংগ্রহ করা হবে বলে জানান ওসি।

প্রকাশ :মে ৩, ২০১৭ ১২:২৩ অপরাহ্ণ