১৯শে জানুয়ারি, ২০২৫ ইং | ৫ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ | সকাল ৯:০৩

একসঙ্গে কাজল-ক্যাথরিন

বিনোদন ডেস্ক:

ভারতের দক্ষিণী সিনেমার সুপরিচিত প্রযোজক বেলামকন্দা সুরেশ। তার ছেলে চিত্রনায়ক বেলামকন্দা শ্রীনিবাস। দক্ষিণী সিনেমার প্রথম সারির চিত্রনায়িকা-সামান্থা রুথ প্রভু, রাকুল প্রীত, পূজা হেজ ও তামান্না ভাটিয়ার সঙ্গে জুটি বেঁধে অভিনয় করেছেন তিনি।
এবার পরিচালকের তালিকায় নিজের নাম লিপিবদ্ধ করতে যাচ্ছেন শ্রীনিবাস। তার পরিচালিত অভিষেক এ চলচ্চিত্রে অভিনয় করবেন দক্ষিণী সিনেমার জনপ্রিয় অভিনেত্রী কাজল আগরওয়াল ও ক্যাথরিন ত্রেসা। ভারতীয় একটি সংবাদমাধ্যম এ খবর প্রকাশ করেছে।
প্রকাশিত প্রতিবেদনে জানানো হয়েছে, বেলামকন্দা শ্রীনিবাস পরিচালনায় হাত দিচ্ছেন। নাম ঠিক না হওয়া সিনেমাটির প্রধান নারী চরিত্রে অভিনয় করবেন কাজল আগরওয়াল। এছাড়া এটির কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করবেন ক্যাথরিন ত্রেসা। এতে চুক্তিবদ্ধ হওয়ার জন্য মোটা অঙ্কের পারিশ্রমিকও নিয়েছেন এ দুই অভিনেত্রী। পরিচালনার পাশাপাশি সিনেমাটিতে অভিনয় করবেন শ্রীনিবাস।
এর আগে ‘নেনে রাজু নেনে মন্ত্রী’ সিনেমায় একসঙ্গে অভিনয় করেছেন কাজল-ক্যাথরিন। অন্যদিকে শ্রীনিবাস অভিনীত এটি পঞ্চম চলচ্চিত্র।

দৈনিকদেশজনতা/ আই সি

প্রকাশ :ফেব্রুয়ারি ২২, ২০১৮ ৪:৩৮ অপরাহ্ণ