১৯শে জানুয়ারি, ২০২৫ ইং | ৫ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ | বিকাল ৩:০৪

রায়েরবাগে গাড়িচাপায় গ্যারেজ ম্যানেজার নিহত

নিজস্ব প্রতিবেদক:

রাজধানীর রায়েরবাগে সড়ক দুর্ঘটনায় স্বপন খান (৫০) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। বুধবার রাত সাড়ে ১০টার দিকে এ দুর্ঘটনা ঘটে। নিহত স্বপন যাত্রাবাড়ী কাজলা উত্তরপাড়া এলাকায় একটি ভাড়া বাসায় স্ত্রী ও তিন সন্তান নিয়ে থাকতেন। তাঁর গ্রামের বাড়ি মুন্সীগঞ্জের শ্রীনগর উপজেলায়।
ট্রাফিক পুলিশের কনস্টেবল মো. মিলন জানান, রায়েরবাগ মেইন রাস্তায় যানবাহনের ধাক্কায় আহত হয়ে পড়ে ছিলেন স্বপন। আশঙ্কাজনক অবস্থায় তাঁকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানেই চিকিৎসক সাড়ে ১১টার দিকে তাঁকে মৃত ঘোষণা করেন।
স্বপনের মৃত্যু সংবাদ পেয়ে হাসপাতালে ছুটে আসেন তাঁর বড় ভাই জুয়েল খান। তিনি জানান, স্বপন শনির আখড়া এলাকায় একটি সিএনজি গ্যারেজে ম্যানেজার হিসেবে চাকরি করতেন।
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক (এসআই) বাচ্চু মিয়া জানান, কোন গাড়ির ধাক্কায় স্বপন নিহত হয়েছেন, তা জানা যায়নি। লাশ ময়নাতদন্তের জন্য মর্গে রাখা হয়েছে।

দৈনিক দেশজনতা /এমএইচ

প্রকাশ :ফেব্রুয়ারি ২২, ২০১৮ ১২:৩০ অপরাহ্ণ