১৯শে জানুয়ারি, ২০২৫ ইং | ৫ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ | দুপুর ১২:৩৯

বোলারের মাথায় বল লেগে ছক্কা!

স্পোর্টস ডেস্ক:

ব্যাটসম্যান ড্রাইভ করেছেন। আর বল সোজা বোলারের মাথায় (কপালের উপরের অংশে) লেগে শূন্যে ভেসে সীমানার বাইরে। এমন ঘটনাই ঘটেছে নিউজিল্যান্ডের ঘরোয়া ক্রিকেটের একটি লিগ ম্যাচে। তবে, বল সরাসরি বোলারের মাথায় আঘাত করলেও বড় ধরনের দুর্ঘটনা ঘটেনি। বরং এরপর আরও ৬ ওভার বল করে ম্যাচ শেষ করেই মাঠ ছেড়েছেন তিনি।

বুধবার নিউজিল্যান্ডের ঘরোয়া লিগ ফোর্ড ট্রফির তৃতীয় প্রিলিমিনারি ফাইনালে ক্যান্টারবুরির বিপক্ষে ব্যাট করছিল অকল্যান্ড। অকল্যান্ডের ব্যাটসম্যান জিত রাভাল দারুণ মারমুখী হয়ে ব্যাট করছিলেন। ইনিংসের ১৯তম ওভারে বল করতে আসেন ক্যান্টারবুরির অধিনায়ক অ্যান্ড্রু এলিস। তার প্রথম ওভারেই পরপর দুইটি ছক্কা মারেন জিত। আর দ্বিতীয় ছক্কাটিই হয়েছে এলিসের মাথায় লেগে। এলিসের একটি বল ড্রাইভ করেন জিত। সেটি এলিসের মাথায় লেগে লং অফের উপর দিয়ে প্রায় ৭০ মিটার উড়ে গিয়ে সীমানার বাইরে গিয়ে পড়ে।

এরপরই চিকিৎসা নিতে এলিস মাঠের বাইরে চলে যান। তবে বড় কোন সমস্যা না হওয়া আবার মাঠে ফিরে আসেন ও খেলা চালিয়ে যান। ওই ম্যাচে ৭ ওভার বল করে ৫২ রানে ২ উইকেট নিয়েছেন তিনি। তবে এত কিছুর পরও দলকে জেতাতে পারেননি তিনি। এদিন দুর্দান্ত ব্যাট করে ১৪৯ বলে ১৫৩ রান করেছেন জিত। তার এ রানের ওপর ভর করে ৩০৪ রান করে অকল্যান্ড। জবাবে ৩৭.২ ওভারে ১৯৭ রান করেই অল আউট হয়ে যায় ক্যান্টারবুরি। মাথায় আঘাতের ঘটনাকে স্বাভাবিক বিষয় জানিয়ে এলিস বলেছেন, ‘আমি ভালো আছি। এটা সাধারণ একটা বিষয়।’

অন্যদিকে জিত বলেছেন, ‘যখন কেউ মাথায় আঘাত পায়, খুব স্বাভাবিকভাবেই আপনি তার জন্য উদ্বিগ্ন হবেন। আমি তাকে আঘাত করে খুবই উদ্বিগ্ন হয়ে পড়ি। কিন্তু তার ইনজুরি গুরুতর নয় দেখে এবং তাকে স্বাভাবিকভাবে খেলায় ফিরতে দেখে আমি খুবই স্বস্তি পাই।’

দৈনিক দেশজনতা /এমএইচ

প্রকাশ :ফেব্রুয়ারি ২২, ২০১৮ ১২:২৫ অপরাহ্ণ