১৯শে জানুয়ারি, ২০২৫ ইং | ৫ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ | দুপুর ১২:১৪

সেই সৌদি সাংবাদিক নিষিদ্ধ

আন্তর্জাতিক ডেস্ক:

আজান বন্ধ ও মসজিদ নিয়ে বিতর্কিত মন্তব্য করায় সৌদি আরবের সাংবাদিক মোহাম্মাদ আস-সাহিমিকে সাময়িক নিষিদ্ধ করেছে সরকার। সাহিমি সৌদি সরকার পরিচালিত আল-ওয়াতান পত্রিকার সাংবাদিক। কার্বোনেটেড.টিভি নামের একটি গণমাধ্যমে বলা হয়েছে, সৌদি সরকার সাহিমিকে গণমাধ্যমে লেখা ও গণমাধ্যম সংশ্লিষ্ট অন্যান্য কার্যক্রম থেকে সাময়িক নিষিদ্ধ করেছে।

অন্যদিকে, মিডলইস্টআই ডটনেট নামের একটি গণমাধ্যম বলেছে, সোমবার সৌদি আরবের তথ্য ও সংস্কৃতি মন্ত্রণালয় ওই সাংবাদিককে জিজ্ঞাসাবাদ করেছে। প্রসঙ্গত, সম্প্রতি সংযুক্ত আরব আমিরাতভিত্তিক এমবিসি টেলিভিশনে দেওয়া এক সাক্ষাৎকারে সাহিমি বলেন, মাইকে আজান দেওয়ার কারণে আতঙ্কগ্রস্ত থাকে শিশুরা। এ ছাড়া এক সঙ্গে আজান দেওয়ায় সবার অসুবিধা হয়।

তিনি বলেন, সৌদি আরবে মসজিদের সংখ্যা অনেক বেশি। আর বেশি সংখ্যক মসজিদ থাকার কারণে ভালোর চেয়ে মন্দও বেশি হচ্ছে। এর আগেও একবার মাইকে আজান বন্ধের দাবি উঠেছিল, সেই দাবি বাস্তবায়ন না করায় ধর্মীয় নেতাদের সমালোচনাও করেন সরকাপন্থী এই সাংবাদিক। উল্লেখ্য, সৌদি যুবরাজ মোহাম্মাদ বিন সালমান সম্প্রতি দেশটিতে অনেক সংস্কার কর্মসূচি হাতে নিয়েছেন। তারই অংশ হিসেবে নারীদের গাড়ি চালানো, স্টেডিয়ামে গিয়ে খেলা দেখা, ব্যবসা করতে পুরুষের অনুমতি না নেওয়া, কনসার্টে অংশ নেওয়ার অনুমতি দেওয়া হয়েছে।

সম্প্রতি দেশটির এক শীর্ষ ধর্মীয় নেতা বলেছেন, সৌদি নারীদের লম্বা পোশাক তথা আবায়া পড়ার কোনো বাধ্যবাধকতা নেই। আধুনিকতার নামে ইসলামের প্রাণকেন্দ্র সৌদি আরবে যখন এসব সংস্কার কর্মযজ্ঞ চলছে তখন ওই সাংবাদিক সুযোগ বুঝে এ ধরনের দাবি জানালেন বলে মনে করা হচ্ছে।

দৈনিক দেশজনতা /এমএইচ

প্রকাশ :ফেব্রুয়ারি ২২, ২০১৮ ১২:৩৫ অপরাহ্ণ