১৯শে জানুয়ারি, ২০২৫ ইং | ৫ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ | দুপুর ১২:১৪

মার্ক জাকারবার্গকে ছাপিয়ে গেছেন প্রিয়া

বিনোদন ডেস্ক:

একটি গানে চোখের ইশারায় ইন্টারনেটে তুফান তুলে রাতারাতি জনপ্রিয়তার তুঙ্গে পৌঁছে গেছেন মালয়লাম সিনেমার উঠতি অভিনেত্রী প্রিয়া প্রকাশ। বিভিন্ন সোশ্যাল মিডিয়ায় অল্প কয়েকদিনের মধ্যেই এই অষ্টাদশী কলেজ ছাত্রীর ফ্যান ফলোয়ার সংখ্যা তরতরিয়ে বেড়েছে।

ফেসবুক তো বটেই, ইন্সটাগ্রামেও প্রিয়াকে নিয়ে শোরগোল পড়ে গেছে। এখন ইন্সটাগ্রামে ফলোয়ার সংখ্যায় ফুটবল তারকা ক্রিশ্চিয়ানো রোনালদোর রেকর্ড ফলোয়ার সবচেয়ে বেশি। এক্ষেত্রে ফেসবুক প্রকিষ্ঠাতা মার্ক জাকারবার্গকে ছাপিয়ে গেছেন প্রিয়া। ফেসবুকেরই মালিকানাধীন ফটো শেয়ারিং অ্যাপে প্রিয়ার ফলোয়ার সংখ্যা ইতিমধ্যেই ৪৫ লক্ষ ছাড়িয়ে গেছে। মার্ক জাকারবার্গের ফলোয়ার সংখ্যা ৪০ লক্ষ।

শুধু ভারতেই নয়, পাকিস্তান ও মিশরের মতো দেশেও অসংখ্য দর্শকের মন জয় করেছে ওরু আদার লাভ সিনেমার গানে সহপাঠীর সঙ্গে চোখের ইশারায় প্রেম বিনিময়ের দৃশ্য।

দৈনিক দেশজনতা/এন এইচ

প্রকাশ :ফেব্রুয়ারি ২২, ২০১৮ ১২:১৩ অপরাহ্ণ