১৯শে জানুয়ারি, ২০২৫ ইং | ৫ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ | দুপুর ১২:১৩

দুই কোটির ক্লাবে অন্তুর ‘তুমি আমার’

বিনোদন ডেস্ক :‘এক জীবন’ মিউজিক ভিডিওখ্যাত মডেল-অভিনেতা অন্তু করিম। সংগীতশিল্পী শহীদ ও শুভমিতার গাওয়া এ গানের ভিডিওতে জুটি বেঁধে অভিনয় করেছিলেন অন্তু করিম ও শায়না আমিন। অনবদ্য এ গানের ভিডিওটি প্রকাশের পর বাংলাদেশসহ বিশ্বের অনেক দেশের দর্শক-শ্রোতাদের প্রশংসা কুড়ায়। এবার নতুন রেকর্ড গড়লেন অন্তু করিম। তার অভিনীত ‘তুমি আমার’ গানের মিউজিক ভিডিওটি দুই কোটির বেশিবার ইউটিউবে দেখা হয়েছে। গতকাল মঙ্গলবার রাতে দুই কোটির মাইলফলক স্পর্শ করে গানটি। এটি বাংলাদেশে প্রথম কোনো গান যা দুই কোটির বেশিবার দেখা হয়েছে।
এ প্রসঙ্গে অন্তু করিম বলেন, ‘এর আগে আমার কয়েকটি গানসহ আরো কয়েকজনের গান এক কোটি ভিউ টাচ করেছে। কিন্তু বাংলাদেশে প্রথম কোনো গান দুই কোটির বেশিবার দেখা হলো। আর সেটা ‘তুমি আমার’ শিরোনামের গানটি। এতে মডেল হিসেবে আমি অভিনয় করেছি।’
ইউটিউবে অসংখ্য বাংলা গান রয়েছে। নতুন নতুন অনেক গান প্রকাশিত হচ্ছে। বাংলাদেশে আপনার গানটি প্রথমবার দুই কোটির মাইলফলক স্পর্শ করেছে, এ বিষয়ে আপনি কতটা নিশ্চিত? জবাবে অন্তু করিম বলেন, ‘এ বিষয়ে আমি শতভাগ নিশ্চিত। আমি যেহেতু মিউজিকের সঙ্গে জড়িত তাই আমাকে এ খবর রাখতেই হয়। আমার জানা মতে, এটিই বাংলাদেশে প্রথম কোনো স্বতন্ত্র ও দ্বৈত কণ্ঠে গাওয়া মিউজিক ভিডিও যা দুই কোটির মাইলফলক অতিক্রম করল।’
দর্শকের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে অন্তু বলেন, ‘দর্শকের ভালোবাসা পেয়েছি, তাদের জন্যই কাজ করে যাচ্ছি। যেহেতু ইউটিউব এখন সংগীতাঙ্গনে বেশ বড় ভূমিকা পালন করছে, তাই অবশ্যই এটি অনেক বড় পাওয়া। দর্শকরাই এই সাফল্যের পুরোপুরি অংশীদার। ’অনুরুপ আইচের কথায় গানটিতে কণ্ঠ দিয়েছেন জনি খন্দকার ও মোহনা। গানটির সুর করেছেন সংগীতশিল্পী বেলাল খান। এতে অন্তুর সঙ্গে মডেল হয়েছেন পিয়া বিপাশা। মিউজিক ভিডিওটি নির্মাণ করেছেন তরুণ নির্মাতা শিমুল হাওলাদার। ২০১৩ সালের ৬ জুলাই গানটি ইউটিউবে প্রকাশিত হয়।

দৈনিকদেশজনতা/ আই সি

প্রকাশ :ফেব্রুয়ারি ২১, ২০১৮ ৩:২৮ অপরাহ্ণ