বিনোদন ডেস্ক:
এই প্রথম নয়। এর আগেও ইনস্টাগ্রামে ছবি শেয়ার করে ব্যঙ্গ শুনতে হয়েছিল তাকে। কোনও বারই মুখ খোলেননি। এখনও সরাসরি কোনও জবাব দেননি আমিশা। কিন্তু রাগটা যে পুষে রেখেছেন তা বোঝা গেল সোমবার। সামাজিক যোগাযোগ মাধ্যমে তারকাদের ‘বডি শেমিং’ বা ট্রোল করার প্রবণতাকে পাত্তা না দিয়ে, অভিনেত্রী ফের তার নতুন হট ফটোশুটের দু’টি ছবি শেয়ার করেছেন ইনস্টাগ্রামে।
এ ছবিতে ক্যাবল মাত্র তোয়ালে পড়ে শুয়ে থাকতে দেখা গেছে নায়িকাকে। ক্যাপশনে বিশেষ কিছু না লিখে, শুধু তার মন্তব্য, স্বপ্নের মতো হোক সপ্তাহটা। কিন্তু কোথায় স্বপ্ন! কোথায় কী! নায়িকার এমন ছবি দেখে ফের ট্রোল শুরু করেছেন নেটিজেনরা। রীতিমত সমালোচনার শিকার হলেন তিনি। আক্রমণ করে কার্যত শালীনতার গণ্ডি পার করলেন আমিশা প্যাটেলের ইনস্টাগ্রাম ফলোয়াররা। কেউ বললেন, ‘চাদরটা আরও নামান, আরও দেখান। আবার মন্তব্য, চোখের তলায় বালিশ, একেবারে আন্টি! গত বছর অক্টোবরেই বয়স, শরীরের মাপ, ক্লিভেজ ইত্যাদি নিয়ে আমিশার দিকে ধেয়ে এসেছিল সমালোচকদের তীব্র কটাক্ষ। এ বার ফের একই ধরনের আক্রমণের শিকার বলি নায়িকা।
দৈনিকদেশজনতা/ আই সি
Daily Deshjanata দেশ ও জনতার বলিষ্ঠ কণ্ঠস্বর

