১৯শে জানুয়ারি, ২০২৫ ইং | ৫ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ | সকাল ৯:১৩

পর্যটনের ক্যালেন্ডারে প্রিয়াঙ্কার খোলামেলা ছবি

বিনোদন ডেস্ক:

সিকিম রাজ্যকে ‘হিংসাত্মক’ আখ্যা দিয়ে বিতর্কের শিরোনামে উঠে এসেছিলেন প্রিয়াঙ্কা চোপড়া। এবারও আরও এক উত্তর-পূর্ব রাজ্যের বিতর্কের সূত্রপাত করলেন তিনি। সৌজন্য, আসামের পর্যটনের ক্যালেন্ডার। এ সংক্রান্ত একটি খবর প্রকাশ করেছে ভারতের জিনিউজ পত্রিকা।

প্রিয়াঙ্কা চোপড়াই আসাম পর্যটনের ব্র্যান্ড অ্যাম্বাসেডর। আর সেই ব্র্যান্ড অ্যাম্বাসেডরকে ঘিরেই কিনা যত বিতর্ক। সম্প্রতি, আসামের পর্যটনের একটি ক্যালেন্ডার লঞ্চ করেন প্রিয়াঙ্কা। সেখানে ছবিতে প্রিয়াঙ্কার ‘বক্ষবিভাজিকা’ স্পষ্ট। আর তাতেই সরগরম আসাম। পানি গড়িয়েছে বিধানসভার অধিবেশন পর্যন্ত। ‘স্পল্প পোশাকে’ আসাম সংস্কৃতির অপমান করেছেন প্রিয়াঙ্কা। এমনই অভিযোগ তুলেছেন কংগ্রেস বিধায়ক নন্দিতা দাস ও রূপজ্যোতি কুর্মি।

বিধায়ক রূপজ্যোতি কুর্মি বলেন, ‘সরকারের উচিত আসামের সংস্কৃতিকে সম্মান দেখানো। ফ্রক আসামের পোশাক নয় এবং ক্যালেন্ডারের ছবিটা বিশেষ রুচিশীলও নয়। কীভাবে আসামের সংস্কৃতিকে ধরে রাখা যায় সে বিষয়ে সরকারের নজর রাখা উচিত। ছবিতে প্রিয়াঙ্কাকে মেখলা পরানো যেত। আমরা এই ক্যালেন্ডারের বিরুদ্ধে প্রতিবাদ জানাচ্ছি।’

পাশাপাশি আসাম পর্যটনের ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসাবে প্রিয়াঙ্কাকে সরানোর দাবিও তুলেছে কংগ্রেস। প্রিয়াঙ্কার বদলে সে রাজ্যের কোনও অভিনেতা-অভিনেত্রীকে ব্র্যান্ড অ্যাম্বাসেডর করার দাবিও তুলেছে কংগ্রেস। যদিও আসাম পর্যটন দফতরের তরফে বলা হয়েছে, এই পোশাকে তারা খারাপ কিছুই দেখছেন না। আন্তর্জাতিক স্তরে আসামের পর্যটনকে তুলে ধরতে এই ক্যালেন্ডার প্রকাশ করা হয়েছে।

দৈনিক দেশজনতা /এমএইচ

প্রকাশ :ফেব্রুয়ারি ২১, ২০১৮ ১১:৫৯ পূর্বাহ্ণ