১৮ই জানুয়ারি, ২০২৫ ইং | ৪ঠা মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ | দুপুর ১২:৪৯

নওগাঁয় ব্রিজের সঙ্গে ট্রেনের ধাক্কায় ৪ যাত্রী নিহত

নিজস্ব প্রতিবেদক:

নওগাঁর রানীনগরে ওভার ব্রিজের সঙ্গে ধাক্কা খেয়ে ট্রেনের ৪ যাত্রী নিহত হয়েছেন। এ ঘটনায় ২ যাত্রী আহত হয়েছেন। ঘটনাটি ঘটেছে বুধবার ভোরে রানীনগর সদরে। সান্তাহার জিআরপি থানার ওসি আকবর আলী বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, ঢাকা থেকে দিনাজপুরগামী দ্রুতজান এক্সপ্রেস ট্রেনের ছাদে ছিলেন কিছু যাত্রী। ট্রেনটি রানীনগর সদরে আসলে তারা ওভার ব্রিজের সঙ্গে ধাক্কা লেগে ঘটনাস্থলেই ৪জন নিহত হন। আহত হন ২জন।

তিনি আরো জানান, আহতদেরকে উদ্ধার করে সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। আর নিহতদের লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসা হয়েছে।

তবে তাৎক্ষণিকভাবে হতাহতদের নাম-ঠিকানা তিনি জানাতে পারেননি ওসি।

প্রকাশ :ফেব্রুয়ারি ২১, ২০১৮ ১০:০০ পূর্বাহ্ণ