আন্তর্জাতিক ডেস্ক:
রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্কে থাকা জনগণের হাজার হাজার কোটি অর্থ লোপাটের বিরুদ্ধে সোচ্চার হয়েছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মোদি সরকারের ব্যাঙ্ক কেলেঙ্কারি সেইসাথে ক্ষুদ্র সঞ্চয়ের ওপর সুদের হার কমানো এবং নিত্যপ্রয়োজনীয় সামগ্রীর উর্ধ্বগতির প্রতিবাদে গতকাল এক সমাবেশে পরোক্ষভাবে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির পদত্যাগও চান তিনি।
তিনি নাম উল্লেখ না করে মোদির পদত্যাগ চেয়ে বলেন, ‘গত চার বছর ধরে অনেক অনিয়ম হয়েছে। এবার হিসেব চাইবার পালা। ব্যাঙ্ক লুটের হিসেব দাও। হিসেব তোমায় দিতেই হবে, নইলে গদি ছাড়তে হবে।’
এ ছাড়া রাজ্যের প্রতি বিমাতাসুলভ আচরণের জন্যও কেন্দ্রীয় সরকারের সমালোচনা করেন তিনি। সেইসাথে সরকারের পর্যাপ্ত অর্থ সহযোগিতা না পাওয়া সত্ত্বেও রাজ্যের উন্নয়ন কার্যক্রম এগিয়ে নিচ্ছেন তার বক্তব্যে তুলে ধরেন মমতা।
দৈনিক দেশজনতা/এন এইচ