২২শে নভেম্বর, ২০২৪ ইং | ৭ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ | রাত ১:০৮

অবশেষে নবম ম্যাচে গোল পেলেন মেসি

স্পোর্টস ডেস্ক:

চেলসি যেন এক অভেদ্য চক্রব্যূহ হয়ে ছিল এতদিন লিওনেল মেসির জন্য। যার পায়ে গোল এসে লুটিয়ে পড়ে, সেই মেসিই কি না এতদিন গোলশূন্য ছিলেন ইংলিশ ক্লাব চেলসির বিপক্ষে। অবশেষে নবম ম্যাচে এসে গোল পেলেন মেসি। আর চেলসির মাঠে চ্যাম্পিয়ন্স লিগের প্রথম লেগে আর্জেন্টাইন এ সুপারস্টারের গোলের সুবাদেই ১-১ ব্যবধানের ড্র নিয়ে ফিরল বার্সেলোনা।

বুধবার স্ট্যামফোর্ড ব্রিজে শুরু থেকেই বল দখলে রেখে খেলে বার্সেলোনা। তবে দুই দলই বেশ কয়েকটি গোলের সুযোগ পেলেও প্রথমার্ধ গোলশূন্যভাবেই শেষ হয়। ম্যাচের ৬২তম মিনিটে ব্রাজিলিয়ান ফরোয়ার্ড উইলিয়ানের গোলে ১-০তে এগিয়ে যায় স্বাগতিকরা। তবে খুব বেশিক্ষণ এ ব্যবধান ধরে রাখতে পারেনি চেলসি। ম্যাচের ৭৫তম মিনিটে চেলসির রক্ষণব্যূহ ভেদ করতে সমর্থ হন মেসি। এরপর কোন দলই আর গোলের দেখা পায়নি। ফলে মেসির গোলে স্বস্তির ড্র নিয়ে মাঠ ছাড়ে অতিথিরা। ১৪ মার্চ ক্যাম্প ন্যুতে দ্বিতীয় লেগে মুখোমুখি হবে দুই দল।

চ্যাম্পিয়ন্স লিগে এ নিয়ে টানা ৮ ম্যাচে চেলসির বিপক্ষে জয়শূন্য থাকলো কাতালিয়ানরা। সর্বশেষ ২০১২ সালে দুই দলের দেখা হয়েছিল। সেবার পেনাল্টি মিস করেছিলেন মেসি। ওই ম্যাচটি ২-২ গোলে ড্র হয়েছিল।

দৈনিক দেশজনতা/এন এইচ

প্রকাশ :ফেব্রুয়ারি ২১, ২০১৮ ৯:৪৫ পূর্বাহ্ণ