২৩শে নভেম্বর, ২০২৪ ইং | ৮ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ | দুপুর ২:১৭

টাইগারদের অনুশীলন ক্যাম্প শুরু হচ্ছে ২২ ফেব্রুয়ারি

স্পোর্টস ডেস্ক:

চলছে ঘরোয়া ক্রিকেটের সবচেয়ে মর্যাদাপূর্ণ আসর ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগ। খেলোয়াড়রা নিয়মিত ম্যাচ অনুশীলনেই আছেন। আর তাই টিম ম্যানেজমেন্টের ভাবনা ছিল, নিদাহাস কাপের জন্য ক্যাম্প না করে সরাসরি শ্রীলঙ্কার বিমান ধরবেন ক্রিকেটাররা। পরবর্তীতে সে ভাবনা থেকে বেরিয়ে দুই-তিন দিনের ক্যাম্প গড়ার কথা ভাবেন নির্বাচকরা। কিন্তু সবশেষ সিরিজে লঙ্কানদের বিপক্ষে বাজে ফলাফলের কারণে এ সিদ্ধান্ত থেকে সরে এসেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। নিদাহাস কাপকে হালকাভাবে নিতে রাজি নন বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন। তাই আগামী ২২ ফেব্রুয়ারি (বৃহস্পতিবার) থেকেই ক্যাম্প শুরু হবে বলে জানালেন তিনি।

মঙ্গলবার নিজের অফিশিয়াল কার্যালয়ে কোচিং স্টাফ, নির্বাচক ও খেলোয়াড়দের সঙ্গে আলোচনা শেষেই ক্যাম্প শুরুর কথা বললেন পাপন, ‘কোর্টনি ওয়ালশকে বলে দিয়েছি ১৪ জনের পেসারকে নিয়ে পরশু (বৃহস্পতিবার) থেকেই ক্যাম্প ডাকতে। প্রিমিয়ার ডিভিশনে যারা খেলছে তাদেরকেও। কয়েকজন ব্যাটস্যম্যান যাদের কাছ থেকে আমরা চাচ্ছি, তাদের পারফরম্যান্সে উন্নতি করা যেতে পারে। এই ১৯ জনকে নিয়ে পরশু থেকেই ক্যাম্প চালু করছে। আমাদের ফাস্ট বোলিং হতাশাজনক ছিল এ সিরিজে। পাশাপাশি ব্যাটিংও নড়বড়ে মনে হয়েছে। মনে হয়নি কেউ স্বাচ্ছন্দ্যে খেলেছে। টি-টোয়েন্টিতে বিশেষ করে। আজকে সিদ্ধান্ত হয়েছে ২২ তারিখ থেকে ক্যাম্প চালু হচ্ছে।’

তবে হুট করে এতো আগে কেন ক্যাম্প করছেন তার ব্যাখ্যাও দেন পাপন, ‘স্বাভাবিকভাবে আমাদের ক্যাম্প শুরু হওয়ার কথা ছিল ২৪ বা ২৮ তারিখ থেকে। তিন দিন বা চার দিনের ক্যাম্প। আমার কাছে মনে হচ্ছে সময়টা খুবই অল্প। কারণ আমরা শ্রীলঙ্কার মাঠে শ্রীলঙ্কার বিপক্ষে খেলতে যাচ্ছি। আমরা এখানে যেটা খেলেছি তার থেকেও ওখানে কঠিন হওয়ার কথা। ভারতের বিপক্ষে খেলা। ওরা দারুণ ফর্মে আছে। এরকম শক্তিশালী দলের বিপক্ষে খেলা তাই এতো গা-ছাড়া ভাব থাকা যাবে না। আমাদের ঘুরে দাঁড়াতে হবে। সেজন্যই।’

এদিকে ক্যাম্প চললেও প্রিমিয়ার লিগের খেলা চলাকালীন সময়ে খেলোয়াড়দের ছেড়ে দেয়া হবে বলে জানান পাপন, ‘যেদিন যেই খেলোয়াড়ের খেলা থাকবে সেদিন ওই খেলোয়াড়কে ছেড়ে দিবে। সেদিন সে খেলতে পারবে। ক্লাবের কোনো অসুবিধা হচ্ছে না। আমাদের জন্য এটাও গুরুত্বপূর্ণ।’

দৈনিক দেশজনতা/এন এইচ

প্রকাশ :ফেব্রুয়ারি ২১, ২০১৮ ৯:৩১ পূর্বাহ্ণ