১৯শে জানুয়ারি, ২০২৫ ইং | ৫ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ | সকাল ৯:৩৪

ভালোবাসা ধরে রাখতে শেষ বিন্দু দিয়ে চেষ্টা করবো: জয়া

বিনোদন ডেস্ক:

আমি জানি খুব কম বলা হবে। তাও আমার এ মুহূর্তের অনুভূতি এড়িয়ে যাওয়াটাও অন্যায় হবে। ‘ফিল্মফেয়ার পুরস্কার’ প্রাপ্তি আমাকে যতটা না তৃপ্ত করেছে, তার চেয়ে বেশি গর্বিত করেছে আমার বন্ধু, পরিবার, সহকর্মী, দুই বাংলার অনেক চেনা-অচেনা সিনেমাপ্রেমী’কে।

আমার প্রতি ভালোবাসায় বিগত দু’দিনে সবাই যেভাবে আমাকে শুভেচ্ছা জানাচ্ছেন, শুটিং-এর ব্যস্ততার কারণে আমি সবাইকে প্রত্যুত্তরে কিছু জানাতে পারিনি। এজন্য আমি দুঃখিত। তবে আমি আজ সবাইকে মাথা নুয়ে শ্রদ্ধা জানাতে চাই। আরও জানাতে চাই, আপনাদের পাঠানো প্রতিটি বার্তা, প্রতিটি অনুভূতি আমি জমিয়ে রেখেছি; কারণ আপনাদের এসব সারল্যমাখা অভিব্যক্তি ব্যক্তি ও অভিনেত্রী জয়া আহসান-এর জন্য চরম ও পরম পাওয়া।

আমার জন্য দু’ কলম লিখে যেসব সাংবাদিক ভাই/বোনেরা আমাকে সমর্থন যুগিয়েছেন, সবার প্রতি আমার সমর্থন, ভালোবাসা থাকবে আজীবন। আমি এই ভালোবাসা ধরে রাখার জন্য শেষ বিন্দু দিয়ে চেষ্টা করে যাবো …

দৈনিকদেশজনতা/ আই সি

প্রকাশ :ফেব্রুয়ারি ২০, ২০১৮ ৫:১৫ অপরাহ্ণ