বিনোদন ডেস্ক:
জনপ্রিয় অভিনেত্রী নুসরাত ইমরোজ তিশার জন্মদিন মঙ্গলবার। আর প্রথম প্রহরে স্বামী পরিচালক মোস্তফা সরয়ার ফারুকী চমকে দিলেন তাকে। সাধারণত বড়সড় আয়োজন করে জন্মদিন পালন করেন না তিশা। এবারও তেমনটা হলো। কাছের কয়েকজনকে ডেকেছিলেন ফারুকী। ওই আয়োজনের ছবি ও ভিডিও ফেসবুকে প্রকাশ করেছেন নির্মাতা রেদওয়ান রনি। শেয়ার হয়েছে তিশার অফিসিয়াল পেজ থেকেও।
জানা যায়, ফারুকীর কাছ থেকে ব্রেসলেট উপহার পেয়েছেন তিশা। সঙ্গে ছিল তিনটি কেক। সেই কেক কেটে আপ্যায়ন করান অতিথিদের। মোস্তফা সরয়ার ফারুকী ও তিশা সর্বশেষ একসঙ্গে কাজ করেছেন ‘শনিবার বিকেল’ চলচ্চিত্রে। সিনেমাটির শুটিং শেষ হয়েছে জানুয়ারিতে। বর্তমানে রয়েছে সম্পাদনার টেবিলে। এর আগে মুক্তি পায় তাদের আলোচিত সিনেমা ‘ডুব’।
ফারুকী বিজ্ঞাপন নিয়ে ব্যস্ত থাকলেও তিশার হাতে রয়েছে বেশ কিছু নাটক ও দুটি যৌথ প্রযোজনার সিনেমা। এর মধ্যে ‘হলুদবনি’র দৃশ্যায়ন শেষের দিকে। মার্চে শুরু হবে ‘বালিঘর’।
দৈনিকদেশজনতা/ আই সি
Daily Deshjanata দেশ ও জনতার বলিষ্ঠ কণ্ঠস্বর

