১৯শে জানুয়ারি, ২০২৫ ইং | ৫ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ | সকাল ৯:৩৩

ধনীদের আরো বেশি কর দেয়া উচিত : বিল গেটস

আন্তর্জাতিক ডেস্ক:

ধনী ব্যক্তিদের আরও বেশি কর প্রদান করা উচিত বলে মনে করেন মাইক্রোসফটের প্রতিষ্ঠাতা বিল গেটস। তার মতে, ধনীরা সবসময়ই দরিদ্র বা মধ্যবিত্ত শ্রেণির চেয়ে বেশি সুবিধা ভোগ করেন।

গত রবিবার সিএনএন এর সঙ্গে এক সাক্ষাৎকালে এ মন্তব্য করেন বিশ্বের দ্বিতীয় ধনী ব্যক্তি বিল গেটস।

বর্তমানে নয় হাজার কোটি ডলারেরও বেশি সম্পদের মালিক বিল গেটস বলেন,  আমার আরও বেশি কর দেওয়া উচিত। অন্য কারো তুলনায় অনেক বেশি কর দিয়েছি, যা এক হাজার কোটি ডলারেরও ওপরে। কিন্তু আমার মতো ধনী ব্যক্তিদের কাছ থেকে আরো উচ্চহারে কর পাওয়া উচিত সরকারের।

সাক্ষাৎকারে তিনি ট্রাম্পের ১.৫ ট্রিলিয়ন ডলারের কর সংস্কার বিলের সমালোচনা করেন। বিলটি ডিসেম্বরে পাস হয়েছে।

এ বিষয়ে গেটস বলেন, এটা কোনো উন্নত কর সংস্কার বিল নয়। এই বিল পিছু হটার দিকেই নির্দেশ করে।

এই বিল নিয়ে রিপাবলিকানদের প্রচারণার কথা উল্লেখ করে তিনি বলেন,  রিপাবলিকানরা দাবি করে, এই বিল থেকে আমেরিকার শ্রমিক এবং মধ্যবিত্তদের উপকার হবে। কিন্তু বাস্তবতা হলো এই বিলের উপযোগিতা শুধু বিত্তশালীরাই বুঝবেন। এটি প্রগতিশীল নয় বরং পশ্চাদমুখী কর বিল বলেও মন্তব্য করেন তিনি।

দৈনিক দেশজনতা/এন এইচ

প্রকাশ :ফেব্রুয়ারি ২০, ২০১৮ ১:৩৪ অপরাহ্ণ