১৯শে জানুয়ারি, ২০২৫ ইং | ৫ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ | ভোর ৫:৫৯

বলিউডে পাকিস্তানি শিল্পী নিষিদ্ধের আহ্বান বাবুল সুপ্রিয়ের

বিনোদন ডেস্ক:

মুম্বাইয়ে পাক গায়ক গুলাম আলির অনুষ্ঠানে আপত্তি করেছিল শিবসেনা। এবার সেই পথেই হাঁটলেন গায়ক এবং বিজেপি নেতা বাবুল সুপ্রিয়। আগামী ২৩ ফেব্রুয়ারি মুক্তি পেতে চলা ‘ওয়েলকাম টু নিউ ইয়র্ক’ ছবিতে ইশতেহার নামে একটি গান গেয়েছেন পাক শিল্পী রাহাত ফতেহ আলি খান। বাবুলের দাবি, সেটি বাদ দিয়ে অন্য কোনও শিল্পীকে দিয়ে ওই গান গাওয়াতে হবে। ‘টাইগার জিন্দা হ্যায়’ ছবিতে ‘দিল দিয়া গালান’ গানটি পাক শিল্পী আতিফ আসলামকে দিয়ে গাওয়ানোরও প্রতিবাদ করেছেন বাবুল। তাঁর মতে, ওই গানটি ভারতীয়  শিল্পী অরিজিত সিং আরও ভাল গাইতেন।
বাবুলের প্রশ্ন, ভারত-পাক সীমান্তে উত্তেজনা যখন ক্রমবর্ধমান, তখন বিনোদন শিল্পের জন্য পাকিস্তানে হাত বাড়াতে হবে কেন? তাঁর ব্যাখ্যা, ‘‘বলিউড ভারতীয়ত্বের  অবিচ্ছেদ্য অঙ্গ। তাদের একটা জাতীয় দায়িত্ব আছে। পাকিস্তান সন্ত্রাসবাদ ছড়াচ্ছে। তাই এর বিরুদ্ধে প্রতিবাদ হিসেবেই ভারতীয় ছবিতে পাক শিল্পীদের যোগদান নিষিদ্ধ করা উচিত বলিউডের।’’
বিজেপি-বিরোধী রাজনৈতিক দলগুলি বাবুলের এই অবস্থানের তীব্র সমালোচনা করেছে। বাবুল নিজে গায়ক হয়েও আর এক জন গায়কের ক্ষেত্রে এমন মন্তব্য করায় বিরোধী নেতারা অবাকও বটে! তাঁদের অভিযোগ, বিজেপি তথা সঙ্ঘ পরিবার গান, সিনেমাসহ সংস্কৃতির বিভিন্ন শাখায় নিয়ন্ত্রণ করার চেষ্টা করছে। ‘পদ্মাবত’কে কেন্দ্র করে করণী সেনা দেশ জুড়ে যে তাণ্ডব করেছে, বাবুলের এ হেন মন্তব্য সেই সংস্কৃতিরই অঙ্গ।

দৈনিক দেশজনতা /এমএইচ

প্রকাশ :ফেব্রুয়ারি ২০, ২০১৮ ১:৩৭ অপরাহ্ণ