১৮ই জানুয়ারি, ২০২৫ ইং | ৪ঠা মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ | দুপুর ২:৫৫

প্রিমিয়ার ব্যাংকের সাড়ে ৩৯ কোটি টাকা লোপাটে বাবা-ছেলে গ্রেফতার

নিজস্ব প্রতিবেদক:

বেসরকারি প্রিমিয়ার ব্যাংকের সাড়ে ৩৯ কোটি আত্মসাতের ঘটনায় আইমান এন্টারপ্রাইজের মালিক মো. শাহ আলম ও তার ছেলে মো. এসএম পারভেজ আলমকে গ্রেফতার করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। মঙ্গলবার সকালে চট্টগ্রামের জাকির হোসেন রোডের দক্ষিণ খুলসি আবাসিক এলাকার নিজ বাসা থেকে তাদের গ্রেফতার করা হয়।দুদক চট্টগ্রাম-১ এর উপ-পরিচালক লুৎফর কবির চন্দনের নেতৃত্বে একটি টিম এ অভিযান চালায়।

দুদক প্রধান কার্যালয়ের জনসংযোগ কর্মকর্তা প্রণব কুমার ভট্টাচার্য এ তথ্য জানিয়েছেন। এরআগে গতকাল সোমবার দুদক চট্টগ্রাম-১ তাদের বিরুদ্ধে কোতোয়ালি (সিএমপি) থানায় মামলা করে।

মামলা সূত্রে জানা গেছে, চট্টগ্রামের মেসার্স আইমান এন্টারপ্রাইজের মালিক মো. শাহ আলম ও তার ছেলে মো. এসএম পারভেজ আলম তিনজনের স্বাক্ষর জাল করে ১১২.৯৭ শতাংশ জমি প্রিমিয়ার ব্যাংক লিমিটেড, খাতুনগঞ্জ শাখা, চট্টগ্রামে বন্ধক রেখে ৫টি এলটিআর ও ১সিসি হাইপো- এর বিপরীতে ব্যাংক থেকে উত্তোলিত টাকার মধ্যে ৩৯ কোটি ৬৮ লাখ ১৪ হাজার ৭১২ টাকা আত্মসাৎ করেছেন।

দৈনিক দেশজনতা /এমএইচ

প্রকাশ :ফেব্রুয়ারি ২০, ২০১৮ ১২:১১ অপরাহ্ণ