নিজস্ব প্রতিবেদক:
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে (চবি) ছাত্রলীগের কয়েকজন নেতাকর্মীকে আটকের জেরে মঙ্গলবার সকালে চট্টগ্রাম বটতলী রেল স্টেশনে শাটল ট্রেনের হোস পাইপ কেটে দিয়েছে সংগঠনটির নেতাকর্মীরা। ফলে চট্টগ্রামের বটতলী স্টেশন থেকে কোনো শাটল ট্রেন বিশ্ববিদ্যালয় অভিমুখে ছেড়ে যায়নি। এতে ভোগান্তিতে পড়েছেন শহর থেকে বিশ্ববিদ্যালয়গামী কয়েক হাজার ছাত্রছাত্রী।
এর অাগে সোমবার (১৯ ফেব্রুয়ারি) সকাল থেকে দফায় দফায় সংঘর্ষে জড়িয়ে পড়ে ছাত্রলীগের দু’গ্রুপের নেতাকর্মীরা। ওইদিন রাত সাড়ে ১২টা থেকে ৩টা পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের শাহ অামানত হল ও শাহজালাল হলে অভিযান চালায় পুলিশ। এসময় ছাত্রলীগের বেশ কয়েকজন নেতাকর্মীকে অাটক করা হয়।
বিশ্ববিদ্যালয়ের রাজনীতি বিজ্ঞান বিভাগের ছাত্র ইমরান খান তুষার বলেন বলেন, বিশ্ববিদ্যালয়ে যাওয়ার জন্য সকাল অাটটার ট্রেন ধরতে এসে দেখি কোনো শাটল চলাচল করছে না। শাটল ট্রেনে হোস পাইপ কাটা। অার তাই স্টেশন থেকে জানানো হয়েছে, অাজকে কোনো শাটল বিশ্ববিদ্যালয়ে যাবে না।
এবিষয়ে ষোলশহর স্টেশনের স্টেশন মাস্টার শাহাব উদ্দিন বলেন, সকাল থেকে এখন পর্যন্ত বিশ্ববিদ্যালয়গামী কোনো শাটল ট্রেন অাসেনি। বিশ্ববিদ্যালয়গামী শাটলের হোস পাইপ কেটে দিয়েছে বলে জানতে পেরেছি।
বিশ্ববিদ্যালয়ের পুলিশ ফাঁড়ির ইনচার্জ মহসিন মিয়া বলেন, গতকালের সংঘর্ষের ঘটনার পর রাতে দু’হলে (শাহজালাল ও অামানত) অভিযান পরিচালনা করতে হয়েছে। এ সময় বেশ কয়েকজন অাটক হয়েছে।
দৈনিক দেশজনতা /এমএইচ