১৮ই জানুয়ারি, ২০২৫ ইং | ৪ঠা মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ | দুপুর ১২:৪৪

খালেদা জিয়ার মুক্তির দাবিতে টঙ্গীতে ছাত্রদলের বিক্ষোভ

নিজস্ব প্রতিবেদক:

বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া ও গাজীপুর-২ আসনের সাবেক সংসদ সদস্য বিএনপির কেন্দ্রীয় নেতা মুক্তিযোদ্ধা হাসান উদ্দিন সরকারসহ সকল রাজনৈতিক কারাবন্ধীর মুক্তির দাবিতে মঙ্গলবার সকালে টঙ্গীতে বিক্ষোভ মিছিল বের করে গাজীপুর মহানগর ছাত্রদল।
ছাত্রদল নেতা শেখ সুমনের নেতৃত্বে মিছিলটি সকাল ৯টায় ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের টঙ্গী চেরাগআলী বাসস্ট্যান্ড ও গাসিক টঙ্গী নগর ভবন এলাকা প্রদক্ষিণ শেষে মহাসড়কে অবস্থান নিয়ে বিক্ষোভ প্রদর্শণ করে এবং বেগম জিয়া ও হাসান সরকারের মুক্তির দাবিতে বিভিন্ন শ্লোগান দেয়। এসময় সেখানে যানজটের সৃষ্টি হলে পুলিশ এসে বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করে দেয়।
মিছিলে আরো উপস্থিত ছিলেন, নূূরুল ইসলাম ফরহাদ, আব্দুল হালিম, পিয়াস আহমেদ, মো. সেলিম হোসেন, আল আমিন ইসলাম স্বাধীন, জাকির হোসেন, শেখ মো. সাজু, আল আমিন ইসলাম আকাশ, প্রত্যয় বেপারী, শাওন আহমেদ, ফজলুল করিম শান্ত, রুবেল আহমেদ, রাজীব হাসান প্রমুখ।

দৈনিক দেশজনতা/এন এইচ

প্রকাশ :ফেব্রুয়ারি ২০, ২০১৮ ১২:১০ অপরাহ্ণ