১৮ই জানুয়ারি, ২০২৫ ইং | ৪ঠা মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ | সন্ধ্যা ৭:২০

লাইসেন্স পেল চার অপারেটর, চালু হলো ফোরজি সেবা

বিজ্ঞান ও প্রযুক্তি ডেস্ক:

দেশে চালু হলো ফোরজি সেবা। সোমবার ঢাকা ক্লাবে মোবাইল অপারেটরগুলোর কাছে ফোরজি সেবার লাইসেন্স হস্তান্তরের সঙ্গে সঙ্গে তিনটি অপারেটর আনুষ্ঠানিকভাবে এ সেবা চালু করে। অপারেটরগুলো হচ্ছে গ্রামীণফোন, রবি ও বাংলালিংক। এছাড়াও ওই অনুষ্ঠানে রাষ্ট্রীয় মালিকানাধীন মোবাইল অপারেটর টেলিটকের পক্ষ থেকেও ফোরজি সেবার লাইসেন্স গ্রহণ করা হয়েছে।

অনুষ্ঠানে সভাপতিত্ব করছেন  ডাক-টেলিযোগাযোগ এবং তথ্য ও যোগাযোগ প্রযুক্তিমন্ত্রী মোস্তাফা জব্বার। অনুষ্ঠানে মোবাইল অপারেটর কোম্পানিগুলোর শীর্ষ কর্মকর্তারা উপস্থিত আছেন।

মোস্তাফা জব্বার বলেন, ‘আজ বাংলাদেশের জন্য একটি ঐতিহাসিক দিন। ঐতিহাসিক এ অর্থে যে আজ বাংলাদেশ ফোরজির যুগে পা রাখলো। আশা করি, টেলিকম অপারেটররা গ্রাহকদের চাহিদা মেটাবেন।’

তিনি আরও বলেন, ‘টেলিকম অপারেটরদের আরও সেবার মান বাড়াতে হবে। কারণ জনগণ আপনাদের সেবার জন্য পয়সা খরচ করে।’

শুরুতে গ্রামীণফোন ঢাকার কিছু অংশে ফোরজি চালু করে। অন্যদিকে বাংলালিংক ঢাকাসহ চট্টগ্রাম, খুলনা এবং সিলেটে একযোগে ফোরজি চালু করে। এছাড়াও রবি ঢাকায় ফোরজি নেটওয়ার্ক চালুর ঘোষণা দিয়েছে। যদিও সরকার সংস্থা টেলিটক ফোরজির লাইসেন্স পেলেও ফোরজি চালুর ঘোষণা দেয়নি।

এর আগে বিকালে গণভবনে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে এই সেবা চালুর সুসংবাদ দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

দৈনিক দেশজনতা /এন আর

 

প্রকাশ :ফেব্রুয়ারি ১৯, ২০১৮ ৮:১৯ অপরাহ্ণ