১৯শে জানুয়ারি, ২০২৫ ইং | ৫ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ | রাত ১:২০

মসলার প্রচারণায় মৌসুমী ও ওমর সানী

বিনোদন ডেস্ক:

এবার মসলার ব্র্যান্ড অ্যাম্বাসেডর হলেন জনপ্রিয় তারকা দম্পতি মৌসুমী ও ওমর সানী। যুগল রানি ফুড ইন্ডাষ্ট্রিজ লি: এর সাথে চুক্তিপত্র স্বাক্ষর করেন তারা।
শনিবার প্যান-প্যাসিফিক হোটেল সোনারগাঁও এর সুরমা হলে চুক্তিপত্রে স্বাক্ষর করেন মৌসুমি- ওমর সানি এবং রানী ফুড ইন্ডাষ্ট্রিজ লি: এর পরিচালক মেহনাজ বশীর।

আগামী ২ (দুই) বছরের জন্য চিত্র নায়িকা মৌসুমি ও চিত্র নায়ক ওমর সানি রানী গুড়া মসলা এর মডেল হিসেবে কাজ করবেন।

এর আগে মৌসুমী বেশ কয়েকটি প্রতিষ্ঠানের ব্র্যান্ড অ্যাম্বাসেডর ছিলেন। এবার যুক্ত হলেন এই প্রতিষ্ঠানটির সঙ্গে।

রানি ফুড ইন্ডাস্ট্রিজ লিমিটেডের যাত্রা শুরু ২০১৩ সনে গোল্ডমার্ক ব্র্যান্ড এর কুকিজ ও বিস্কুট খাদ্য সামগ্রী দিয়ে, এর সফলতার ধারাবাহিকতায় রানী ফুড ইন্ডাষ্ট্রিজ লিমিটেড স্বাস্থ্য সচেতন মানুষের জন্য সঠিক গুনমান সমৃদ্ধ খাঁটি মসলা বাজারে এনেছে যারা নাম রানি গুড়া মসলা।

দৈনিক দেশজনতা /এন আর

 

 

প্রকাশ :ফেব্রুয়ারি ১৯, ২০১৮ ৭:৫৫ অপরাহ্ণ