নিজস্ব প্রতিবেদক:
বিএনপিকে বাদ দিয়ে সরকার আবারও একতরফা নির্বাচনের ছক আঁকছে বলে মন্তব্য করেছেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। ইতালি সফর নিয়ে প্রধানমন্ত্রীর প্রেস কনফারেন্সে দেয়া বক্তব্যের তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় সোমবার সন্ধ্যায় বিএনপি চেয়ারপারসনের গুলশান কার্যালয়ে ফখরুল এ মন্তব্য করেন।
মির্জা ফখরুল বলেন, ‘সরকার আবারও একতরফা নির্বাচন করতে চায়। সে কারণেই প্রধানমন্ত্রী সংবাদ সম্মেলনে বিএনপি ও আমাদের চেয়ারপারসন নিয়ে মিথ্যাচার করেছেন।’
তিনি প্রশ্ন করেন, ‘বিএনপির দায়িত্ব কে নিল তা নিয়ে সরকার এতো চিন্তিত কেন?’
বিএনপি মহাসচিব জানান,মঙ্গলবার আপিল করে খালেদা জিয়ার জামিন চাইবেন তার আইনজীবীরা।
তিনি বলেন, ‘জাতি হতাশ হয়েছে। প্রধানমন্ত্রী স্বভাবসুলভ বক্তব্য দিয়েছেন। ওনার বক্তব্যে জাতির আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটেনি।’
এ সময় দলটির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস, চেয়ারপারসনের মিডিয়া উইং কর্মকর্তা শায়রুল কবির খান ফখরুলের সঙ্গে ছিলেন।
দৈনিক দেশজনতা /এন আর