১৯শে জানুয়ারি, ২০২৫ ইং | ৫ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ | দুপুর ১২:৩৫

মেসি-রোনাল্ডোকে চ্যালেঞ্জ হ্যাজার্ডের

স্পোর্টস ডেস্ক:

সময়ের দুই সেরা ফুটবলার লিওনেল মেসি ও ক্রিশ্চিয়ানো রোনাল্ডো। দুজনেরই সমপর্যায়ের খেলোয়াড় এডেন হ্যাজার্ড! তবে তা সর্বজনস্বীকৃত না। এবার নিজেকে তাদের সমকক্ষ বলে প্রমাণ করার মোক্ষম সময় এসে গেছে তা বলে মনে করছেন ইমানুয়েল পেতিত।

মঙ্গলবার স্ট্যামফোর্ড ব্রিজে চ্যাম্পিয়নস লিগের দ্বিতীয় রাউন্ডে বার্সেলোনার মুখোমুখি হবে চেলসি। ওই ম্যাচে জিততে চান ব্লুজরা। এ জন্য যে নিজেকে প্রমাণ করতে হবে হ্যাজার্ডকে। তাই একে উপযুক্ত সময় বলছেন তারই সতীর্থ পেতিত, ‘মহারথীদের কাতারে নিজেকে বসানোর এখনই সময় হ্যাজার্ডের।’

চলতি মৌসুমে আগুনে ফর্মে আছেন হ্যাজার্ড। সব প্রতিযোগিতা মিলে এরই মধ্যে ১৫ গোল করে ফেলেছেন এই বেলজিয়ান স্ট্রাইকার। পেতির মতে, বিশ্বমানের ফুটবলার হ্যাজার্ড। তা প্রমাণের মোক্ষম টুর্নামেন্ট চ্যাম্পিয়নস লিগ। এই ম্যাচ হতে পারে তার জন্য আদর্শ। হ্যাজার্ডের সক্ষমতা নিয়ে কোনো প্রশ্ন নেই। চেলসিতে যোগদানের পর থেকেই দ্যুতি ছড়িয়ে যাচ্ছেন তিনি। ক্লাবটি ও জাতীয় দল বেলজিয়ামের হয়ে তার পারফরম্যান্স ঈর্ষা জাগানিয়া। তবে কখনই ইউরোপ সেরার প্রতিযোগিতায় নিজেকে সেভাবে মেলে ধরতে পারেননি এই ফরোয়ার্ড।

দৈনিকদেশজনতা/ আই সি

78Shares
প্রকাশ :ফেব্রুয়ারি ১৯, ২০১৮ ২:০৩ অপরাহ্ণ