নিজস্ব প্রতিবেদক:
সুষ্ঠু্ ও শান্তিপূর্ণভাবে আগামী জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠানে আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর প্রতিটি সদস্যকে সব সময় প্রস্তুত থাকতে বলেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সোমবার (১৯ ফেব্রুয়ারি) গাজীপুরের সফিপুরে বাংলাদেশ আনসার ও ভিডিপি একাডেমিতে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর ৩৮তম জাতীয় সমাবেশ ও এর কুচকাওয়াজ অনুষ্ঠানে তিনি একথা বলেন।
আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর সদস্যদের উদ্দেশ্যে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, আসন্ন নির্বাচন সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে অনুষ্ঠানের লক্ষ্যে আপনাদের প্রতিটি সদস্যকে সব সময় প্রস্তুত থাকতে হবে। ভোটের অধিকার জনগণের মৌলিক অধিকার, সেটা যেন তারা যথাযথভাবে প্রয়োগ করতে পারে।
‘জনগণ যাতে তাদের ভোটের সাংবিধানিক অধিকার যথাযথভাবে প্রয়োগ করতে পারে সেদিকে দৃষ্টি দিতে হবে।’ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী সরকারের নির্ভরযোগ্য বাহিনী হিসেবে গড়ে উঠেছে উল্লেখ করে শেখ হাসিনা বলেন, আপনারা শৃঙ্খলা বাহিনীর সদস্য, সুতরাং যে কোনো মূল্যে দেশের শান্তি শৃঙ্খলা আপনাদের রক্ষা করতে হবে, এটা পবিত্র দায়িত্ব। সেই সঙ্গে আপনারা সব সময় চেইন অব কমান্ড মেনে কাজ করবেন সেটাই আমরা চাই।
তিনি বলেন, জনগণের নিরাপত্তার যে গুরু দায়িত্ব আপনাদের ওপর অর্পণ করা হয়েছে, তা প্রতিপালনে সদা সচেষ্ট থাকবেন। খেলাধুলা, সন্ত্রাস-জঙ্গিবাদ মোকাবেলা, আইন-শৃঙ্খলা রক্ষা আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর সদস্যদের অবদানের প্রশংসা করেন প্রধানমন্ত্রী। বাংলার মাটিতে জঙ্গিবাদ সন্ত্রাসের কোনো স্থান হবে না এ হুঁশিয়ারি পুনর্ব্যক্ত করে তিনি সন্ত্রাস, জঙ্গিবাদ, জাতীয় সম্পদ বিনষ্টকারী, সন্ত্রাস সৃষ্টিকারীদের জাতীয় উন্নতির পরিপন্থি হিসেবে উল্লেখ করেন। ছেলে-মেয়েরা যেন কোনো ভাবেই মাদক, জঙ্গিবাদ, সন্ত্রাসের সঙ্গে সম্পৃক্ত হতে না পারে সেদিকে সবাইকে সর্তক থাকার আহ্বান জানান প্রধানমন্ত্রী।
দৈনিক দেশজনতা /এমএইচ