বিনোদন ডেস্ক:
অস্ট্রেলিয়ায় রোববার শেষ হলো আশিকুর রহমান পরিচালিত ‘সুপার হিরো’র প্রথম পর্বের শুটিং। তথ্যটি কথা জানান ‘মুসাফির’-খ্যাত এ নির্মাতা।‘সুপার হিরো’ প্রযোজনা করছে নামি প্রতিষ্ঠান হার্টবিট প্রডাকশন। প্রধান দুই চরিত্রে অভিনয় করছেন শাকিব খান ও শবনম বুবলি। এক ফেসবুক পোস্টে নির্মাতা আশিকুর জানান, অস্ট্রেলিয়াতে সফলভাবে সিনেমাটির ৬৫ ভাগ দৃশ্যায়ন সম্পন্ন হয়েছে।
বছরখানেক আগে অস্ট্রেলিয়ায় শাকিবকে নিয়ে ‘অপারেশন অগ্নিপথ’ সিনেমার কিছু অংশের শুটিং করেন আশিকুর। ওই সিনেমার প্রযোজক ‘সুপার হিরো’ নির্মাণে বাধা দেন বলে সম্প্রতি অভিযোগ করেন নির্মাতা। এ নিয়ে কিছুদিন আগে তারা পাল্টাপাল্টি বক্তব্য দেন, আইনি নোটিশেও গড়ায়। সে প্রসঙ্গও ওঠে আসে আশিকুরের পোস্টে। তিনি বলেন, “গত ২৭ দিন অসংখ্য নাটকীয়তা, বাধা বিপত্তি, প্রতিবন্ধকতা উপেক্ষা করে আজ (রোববার) আমরা শেষ করলাম ‘সুপার হিরো’র অস্ট্রেলিয়া অংশের শুটিং। এই শুটিং থামানোর জন্য কত যে ষড়যন্ত্র, কূটচাল, আইনি নোটিশ হয়েছে তার কোন হিসাব নেই।”
আশিকুর বলেন, ‘এই শুটিং সফল করার পেছনে অস্ট্রেলিয়া বংশোদ্ভূত একদল বাঙালি রাত-দিন পরিশ্রম করেছে। সাথে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করেছে পৃথিবীর বিভিন্ন দেশ থাকা আসা টেকনিক্যাল ক্রুরা। সবার লক্ষ ছিল বিদেশের মাটিতে বাংলা সংস্কৃতির চিহ্ন এঁকে দেওয়া। আমাদের সীমিত সামর্থ্যে আমরা সর্বোচ্চ চেষ্টা করেছি।’ আরো জানান, শিগগিরই ‘সুপার হিরো’র বাংলাদেশের অংশের শুটিং শুরু হবে।
দৈনিকদেশজনতা/ আই সি