১৯শে জানুয়ারি, ২০২৫ ইং | ৫ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ | সকাল ৯:১৯

রাতারাতি তারকাখ্যাতি হজম করতে সময় লাগছে: প্রিয়া

বিনোদন ডেস্ক:

কয়েক সেকেন্ড ভ্রু নাচিয়ে রাতারাতি বিখ্যাত হয়ে উঠেছেন প্রিয়া প্রকাশ ওয়ারিয়র। গত কয়েক দিন ধরে এই একটি নাম যেন ইন্টারনেটের সার্চ ইঞ্জিনে ঝড় তুলেছে। তবে প্রিয়ার ভাষ্য- ‘রাতের মধ্যে তারকাখ্যাতি পাওয়ার বিষয়টি হজম হতে একটু সময় লাগছে। তবে আমি ভীষণ খুশি। তার কলেজ ও পরিবারের সবাই তাকে নিয়ে এখন দারুণ উচ্ছ্বসিত।’

ভালোবাসা দিবসের আগে দেশের সেনসেশন হয়ে ওঠা প্রিয়া আরও জানান, তিনি প্রকৃত প্রেমে বিশ্বাস করেন। তার মতে, যতই সময় এগিয়ে যাক, প্রযুক্তি আসুক- প্রেমকে বদলানো যায় না। ইনস্টাগ্রামে নিত্যনতুন ছবি আপলোড করছেন প্রিয়া। তার ফ্যানদের নিত্যনতুন আবদার মেটাচ্ছেন ভারতের এই নয়া সেনসেশন।

প্রিয়ার জীবনের প্রথম ছবি ‘ওরু আদার লাভ’-এ নায়িকার ভূমিকায় অভিনয় করেননি। কিন্তু ছবিতে একটি গানের মাত্র ২৫ সেকেন্ডের ক্লিপিংয়ে নজর কেড়েছেন সবার। প্রিয়া জানান, তার চোখ মারার দৃশ্যটি জানুয়ারি মাসে শুট হয়। তাকে সিন বুঝিয়ে দিয়ে পরিচালক জানিয়েছিল তাৎক্ষণিক কিছু একটা করো। তখনই এই চোখ মারার আইডিয়াটা মাথায় আসে তার। তার তাৎক্ষণিক উপস্থাপনা মন কেড়ে নেয় পরিচালকের। তিনি তাকে লিড রোল দেয়ার সিদ্ধান্ত নেন।

দৈনিকদেশজনতা/ আই সি

প্রকাশ :ফেব্রুয়ারি ১৯, ২০১৮ ১২:০৬ অপরাহ্ণ