১৯শে জানুয়ারি, ২০২৫ ইং | ৫ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ | সকাল ৯:০৩

আদিত্যর সঙ্গে রানীর প্রথম দেখার স্মৃতি

বিনোদন ডেস্ক :

বলিউডের অন্যতম আলোচিত তারকা দম্পতি আদিত্য চোপড়া ও রানী মুখার্জি। ২০১৪ সালে অনেকটা গোপনেই বিয়ে করেন তারা। পরের বছরই তাদের ঘরে আসে মেয়ে আদিরা। নিজেদের প্রেমের সম্পর্ক ও দাম্পত্য জীবন নিয়ে খুব একটা মুখ খোলেন না এ জুটি।

তবে সম্প্রতি নেহা ধুপিয়ার ‘বিএফএফ উইথ ভোগ’ টক শোতে হাজির হয়েছিলেন রানী। সেখানে আদিত্যর সঙ্গে প্রথম দেখার স্মৃতিচারণ করেন এ অভিনেত্রী। তিনি বলেন, ‘কয়েকটি সিনেমা ব্যর্থ হওয়ার পর ভাগ্যক্রমে আমি মুঝে দোস্তি কারোগে-তে অভিনয়ের সুযোগ পাই এবং পেশাগত দিক থেকে আদিত্যর সঙ্গে আমার প্রথম দেখা হয়। সে আমাকে বলেছিল, আমি কয়েকটি বাজে সিনেমায় কাজ করেছি এবং এ জন্য সিনেমাটিতে আমাকে না নেয়ার জন্য লোকজন তাকে চাপ দিয়েছে। তাদের মতে, আমি যশ রাজ সিনেমায় কাজ করার উপযুক্ত নই। কিন্তু আমার প্রতিভার ওপর আদির বিশ্বাস ছিল এবং সে মনে করেছে চরিত্রটির জন্য আমি উপযুক্ত। আমার মা ও আমি খুবই সোজাসাপ্টা মানুষ। এ ধরনের খোলাখুলি কথাই আমরা পছন্দ করি। তাই সে যে আমাদের সরাসরি কথাগুলো বলেছে এটিই আমার ভালো লেগেছে।’

ক্যামেরা থেকে সবসময়ই দূরে থাকতে পছন্দ করেন আদিত্য চোপড়া। এ প্রসঙ্গে রানী বলেন, ‘এমন নয় যে সে ক্যামেরা দেখে ভয় পায়। সে ছবি তুলতে চায় না। বিয়ের পর সে আমাকে বলেছিল, ‘যখন তোমার প্রেমে পড়েছিলাম, ভেবে কূল পাচ্ছিলাম না আমি একজন অভিনেত্রীর প্রেমে পড়েছি। তোমার কারণে এখন সবাই আমাদের ছবি জোড়া লাগাবে।’

দৈনিকদেশজনতা/ আই সি

প্রকাশ :ফেব্রুয়ারি ১৯, ২০১৮ ১০:২২ পূর্বাহ্ণ