১৮ই জানুয়ারি, ২০২৫ ইং | ৪ঠা মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ | বিকাল ৩:৫৮

হেরেও ফাইনালে নিউজিল্যান্ড

স্পোর্টস ডেস্ক: 

ত্রিদেশীয় টি-টোয়েন্টি সিরিজের লিগ পর্বের শেষ ম্যাচে স্বাগতিক নিউজিল্যান্ডের বিপক্ষে শ্বাসরুদ্ধকর জয় পেয়েছে ইংল্যান্ড। তবে ইংল্যান্ডের কাছে ২ রানে হেরেও ফাইনালে উঠেছে নিউজিল্যান্ড। ২১শে ফেব্রুয়ারি ফাইনালে তাদের প্রতিপক্ষ এখন পর্যন্ত সিরিজে অপরাজিত অস্ট্রেলিয়া।

হ্যামিল্টনে টসে হেরে ব্যাট করতে নেমেও অধিনায়ক ইয়ন মরগান আর ডেভিড মালানের জোড়া হাফ সেঞ্চুরিতে ৭ উইকেটে ১৯৪ রানের বড় সংগ্রহ গড়েছিল ইংল্যান্ড। ৪৬ বলে ৮০ রানের হার না মানা এক ইনিংস খেলেন মরগান। ৩৬ বলে ৫৩ রান করেন মালান।

জবাব দিতে নেমে উদ্বোধনী জুটিতেই দলকে উড়ন্ত সূচনা এনে দেন মার্টিন গাপটিল আর কলিন মানরো। মাত্র ২১ বল খেলে ৫৭ রান করেন মানরো।। ৪৭ বলে ৬২ রান করে আউট হন গাপটিল।

তবে দুই ওপেনার ফেরার পর রান তোলার গড়ে পিছিয়ে পড়ে নিউজিল্যান্ড। শেষ ২ বলে দরকার ছিল ৫ রান। হাতে ৬টি উইকেট থাকলেও সফল হয়নি কিউইরা। হেরেও রান রেটে এগিয়ে থাকায় ট্রান্স-তাসমান ত্রিদেশীয় সিরিজের ফাইনালে উঠেছে স্বাগতিকরা।

দৈনিক দেশজনতা /এন আর

 

 

প্রকাশ :ফেব্রুয়ারি ১৮, ২০১৮ ৮:১২ অপরাহ্ণ