১৮ই জানুয়ারি, ২০২৫ ইং | ৪ঠা মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ | দুপুর ১২:৪৬

ময়মনসিংহে শিবির নেতাসহ গ্রেফতার ৪৮

ময়মনসিংহ প্রতিবেদক:

ময়মনসিংহে বিশেষ অভিযানে শিবিরের কেন্দ্রীয় গবেষণা সম্পাদক মুনতাছির বিল্লাহ (৩৮) সহ ৪ নেতা-কর্মীকে গ্রেফতার করেছে পুলিশ। এছাড়া জেলার বিভিন্ন থানায় অভিযান চালিয়ে বিভিন্ন মামলার পলাতক আরো ৪৪ আসামিকে গ্রেফতার করা হয়।

রোববার দুপুরে তাদেরকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়। ময়মনসিংহের অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম) এস.এ.নেওয়াজী এ তথ্য নিশ্চিত করেন। তিনি জানান, গত ২৪ ঘণ্টায় বিশেষ অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।

এদিকে, পাগলা কোনাপাড়া এলাকার চাইল্ড কেয়ার একাডেমি’র ভেতর থেকে শনিবার রাতে অভিযান চালিয়ে শিবিরের কেন্দ্রীয় গবেষণা সম্পাদক মুনতাছির বিল্লাহসহ (৩৮) ৪ নেতা-কর্মীকে গ্রেফতার করা হয়। পাগলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোখলেছুর রহমান বলেন, নাশকতা সৃষ্টির চেষ্টার সময় তাদের গ্রেফতার করা হয়।

দৈনিক দেশজনতা /এন আর

প্রকাশ :ফেব্রুয়ারি ১৮, ২০১৮ ৮:০৪ অপরাহ্ণ