১৮ই জানুয়ারি, ২০২৫ ইং | ৪ঠা মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ | বিকাল ৪:০২

পদ্মাবতীকেও ছাড়িয়ে গেছে আমিরের সিক্রেট সুপারস্টার

বিনোদন ডেস্ক:

বলিউডের সুপারস্টার আমির খানের ছবি ‘সিক্রেট সুপারস্টার’ ভারতে তেমন ভালো ব্যবসা করতে না পারলেও, চীনে ব্যবসার নিরিখে ছাড়িয়ে গেছে ভারতে ব্লকবাস্টার সিনেমা ‘পদ্মাবত’-কেও। হ্যাঁ ঘটনাটা শুনতে অদ্ভুত মনে হলেও, এটাই সত্যি! অনেক দিন আগেই চীনে রিলিজ করেছিল ‘সিক্রেট সুপারস্টার’। তারপর কেটে গেছে বেশ কিছুদিন। সকলে ভেবেছিল ১০০ কোটির পর আর বেশি দূর এগোতে পারবে না এই ছবি। কিন্তু সবার সব অনুমানকে মিথ্যে করে দিয়ে এবার ৯০০ কোটি রুপির ব্যবসা করল ‘সিক্রেট সুপারস্টার’। আর সেই খবর শোনা মাত্র আনন্দে আত্মহারা হয়ে আমির ঠিক করে ফেলেছেন আগামী ২১ ফেব্রুয়ারি তিনি এই আনন্দ সকলের সঙ্গে ভাগ করে নিতে একটা বিশেষ পার্টির বন্দোবস্ত করবেন।

যদিও বর্তমানে আমির ‘ঠাগস অফ হিন্দোস্তান’-এর শুটিং নিয়ে প্রচণ্ড ব্যস্ত। তাই অন্য কোনো দিকে সময় দেয়ার মতো সময়ই নেই মিস্টার পারফেকসনিস্টের হাতে। কিন্তু তাও ‘সিক্রেট সুপারস্টার’-এর এই আশাতীত সাফল্যে আত্মহারা হয়ে গিয়েছেন তিনি। তাই এত ব্যস্ততার মধ্যেও জানিয়ে দিয়েছেন আগামী ২১ ফেব্রুয়ারি রাতে সকলে মিলে জমিয়ে পার্টি করবেন। যদিও সকলে বলতে তিনি কাকে কাকে বোঝাতে চেয়েছেন সেটা এখনো খুলে বলেননি। তবে বলি জগতের আনাচে কানাচে খবর ঘুরছে আমির খানের এই বিশেষ অনুষ্ঠানে সম্ভবত উপস্থিত থাকবেন বলিউডের অন্যান্য খানেরাও। আবার এই পার্টির জন্যই নাকি ‘ঠাগস অফ হিন্দোস্তান’-এর শুটিংয়ের সময়েও পরিবর্তন এনেছেন আমির। যাতে ২১ তারিখ রাতে তিনি নিশ্চিন্তে পার্টি করতে পারেন তার জন্য ২০ ও ২১ তারিখ সারাদিন এই ছবির শুটিং করবে তাঁর টিম।

আমির খান স্বয়ং এই বিষয় নিয়ে বলেছেন, ‘চীনে গিয়ে আমি দেখেছি ওখানকার লোকজন আমাকে ভীষণ ভালোবাসে। এর আগেও ‘পিকে’ এবং ‘দঙ্গল’ ওখানে খুব ভালো ব্যবসা করেছে। কিন্তু তাই বলে ‘সিক্রেট সুপারস্টার’-ও যে এত ভালো ব্যবসা করবে এটা আমার কল্পনার বাইরে ছিল। তবে লোকে যে আমার ছবিটা দেখছে এবং তাদের ভালো লাগছে এটাই আমার কাছে বিরাট ব্যাপার। আমি ওখানকার সবাইকে আমার তরফ থেকে আন্তরিক ধন্যবাদ জানাই।’

দৈনিক দেশজনতা /এন আর

 

 

প্রকাশ :ফেব্রুয়ারি ১৮, ২০১৮ ৭:৩৩ অপরাহ্ণ