স্পোর্টস ডেস্ক:
সময়টা একদম ভালো যাচ্ছে না রিয়াল মাদ্রিদের। আর এই হতাশা থেকেই হয়তো বিরক্তি প্রকাশ করেছেন রিয়াল মাদ্রিদ কোচ জিনেদিন জিদান। বললেন কোচ হওয়াটা খুবই ক্লান্তিকর। শনিবার এ কথা বলেন তিনি।
জিদান বলেন, ‘খুবই ক্লান্তিকর পেশা হল কোচিং করানোটা। আর সেটা আরো বেশি ক্লান্তিকর হবে যদি আপনি রিয়াল মাদ্রিদের মতো কোনো ক্লাবের কোচ হন। যখন একটি পরিবর্তন দরকার হবে এবং আপনি পরিবর্তন আনবেন। সেটার জন্য আপনাকে সমালোচনা শুনতে হবে। দল জিতলেও শুনতে হয়, আবার না জিতলেও শুনতে হয়। কোচিং পেশাটাই এমন। ক্লান্তিকর। আমার জন্য এখন গুরুত্বপূর্ণ হল মৌসুমটা ভালোভাবে শেষ করা। আর সেটা নিয়েই ভাবছি আমি।’
দৈনিকদেশজনতা/ আই সি