১৯শে জানুয়ারি, ২০২৫ ইং | ৫ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ | দুপুর ১২:১৯

খুন করে ধরা পড়া সেই নুরুল বন্দুকযুদ্ধে নিহত

নিজস্ব প্রতিবেদক:

রাজধানীর বাড্ডা এলাকায় গোয়েন্দা (ডিবি) পুলিশের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ নুরুল ইসলাম নুরু (৩৫) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। রোববার ভোরে বাড্ডার সাতারকুলে এ বন্দুকযুদ্ধ হয়। পরে ডিবির এসআই শামসুল ইসলাম নুরুর গুলিবিদ্ধ লাশ ঢাকা মেডিকেল কলেজের মর্গে রেখে যান।নুরুল ইসলাম নুরু গতকাল শনিবার দিনেদুপুরে মেরুল বাড্ডার মাছ বাজার এলাকায় আবুল বাশার ওরফে বাদশা নামে একজনকে গুলি করে পালানোর চেষ্টা করেন।

এ সময় স্থানীয়রা ধাওয়া করে হাতিরঝিল এলাকায় ধরে গণপিটুনির পর তাকে পুলিশে সোপর্দ করে। এরপর তাকে ডিবি হেফাজতে নেয়া হয়। আর সন্ধ্যায় ঢামেকে চিকিৎসাধীন অবস্থায় মারা যান গুলিবিদ্ধ বাদশা।

এসআই শামসুল ইসলামের বরাত দিয়ে ঢামেক পুলিশ ফাঁড়ির ইনচার্জ মো. বাচ্চু মিয়া জানান, বাড্ডা এলাকায় খুন করে ধরা পড়া নুরুল ইসলাম পুলিশের তালিকাভুক্ত সন্ত্রাসী। ভোরে তাকে নিয়ে অভিযানে গেলে বাড্ডা সাতারকুল এলাকায় সন্ত্রাসীদের সঙ্গে বন্দুকযুদ্ধ হয়।

এতে নুরুল ইসলাম গুলিবিদ্ধ হন। আহত অবস্থায় তাকে ঢামেকে আনা হলে চিকিৎসকরা মৃত ঘোষণা করেন। নুরুলের লাশ হাসপাতালের জরুরি বিভাগের মর্গে রাখা হয়েছে বলেও জানান এসআই মো. বাচ্চু মিয়া। পুলিশ জানিয়েছে, গত বছরের নভেম্বরে বনানীতে এক জনশক্তি রফতানিকারক খুনেও জড়িত ছিলেন নুরুল ইসলাম।

দৈনিক দেশজনতা /এমএইচ

প্রকাশ :ফেব্রুয়ারি ১৮, ২০১৮ ১১:৪৩ পূর্বাহ্ণ