নিজস্ব প্রতিবেদক:
আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের নির্বাচনে বিএনপির অংশগ্রহণ নিয়ে বলেছেন, খালেদা জিয়া কারাগারে থাকলেও বিএনপি নির্বাচনে অংশ নিতে পারবে। পাশাপাশি বিএনপি নির্বাচনে আসবেই, তাদের সাথে আলোচনার প্রয়োজন নেই। শনিবার সকালে ফেনী মহিপাল সার্কিট হাউজে সাংবাদিকদের সঙ্গে মতবিনিমিয়কালে তিনি এসব কথা বলেন।
ওবায়দুল কাদের বলেন, সারাদেশে কর্মসূচি পালনে বিএনপির সমতা নেই। শান্তিপূর্ণ আন্দোলন করতে বিএনপি জানে না। খালেদা জিয়া জেলে যাওয়ার পর তাদের নেতারা বলেছেন খালেদা ছাড়া বিএনপি অনেক শক্তিশালী তাহলে সেই শক্তিশালী দলকে সাথে নিয়ে আওয়ামী লীগ নির্বাচনে করবে।
এসময় উপস্থিত ছিলেন ফেনী জেলা প্রশাসক মনোজ কুমার রায়, পুলিশ সুপার জাহাঙ্গীর আলম সরকার, জেলা আওয়ামী লীগের সভাপতি আবদুর রহমান, ফেনী পৌরসভার প্যানেল মেয়র নজরুল ইসলাম স্বপন মিয়াজী, ছাগলনাইয়া উপজেলা চেয়ারম্যান মেজবাউল হায়দার চৌধুরী সোহেলসহ বিভিন্ন প্রিন্ট ও ইলেক্ট্রনিক্স মিডিয়ার সাংবাদিকরা।
দৈনিক দেশজনতা /এমএইচ