১৯শে জানুয়ারি, ২০২৫ ইং | ৫ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ | সকাল ৬:১৩

সাতক্ষীরায় বিএনপির সভাপতিসহ গ্রেফতার ৫৫

নিজস্ব প্রতিবেদক:

সাতক্ষীরা জেলা বিএনপির সভাপতি রহমাতুল্লাহ পলাশসহ বিভিন্ন মামলার ৫৫ আসামিকে গ্রেফতার করেছে পুলিশ। শুক্রবার সন্ধ্যা থেকে শনিবার রাতভর অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।

সদর থানার ওসি মারুফ আহমেদ বিষয়টি নিশ্চিত করে জানান, রাতে শহরের কাটিয়ায় রহমাতুল্লাহ পলাশের বাড়িতে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়েছে। তার বিরুদ্ধে গাড়ি পোড়ানোসহ একাধিক মামলা রয়েছে।

জেলা পুলিশের বিশেষ শাখার উপ-পরিদর্শক মিজানুর রহমান জানান, অভিযানে নিয়মিত মামলার ১৬ জন, জিআর ২০, সিআর ১১, সাজা সিআর একজন এবং অন্যান্য ধারায় ৫৪ জনকে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতারদের আদালতে পাঠানো হয়েছে।

দৈনিক দেশজনতা /এমএইচ

প্রকাশ :ফেব্রুয়ারি ১৭, ২০১৮ ২:৪৮ অপরাহ্ণ