১৯শে জানুয়ারি, ২০২৫ ইং | ৫ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ | সকাল ৯:২৯

দিজনের বিপক্ষে মোনাকোর উড়ন্ত জয়

স্পোর্টস ডেস্ক:

ফ্রেঞ্চ লিগ ওয়ানে বড় জয় পেয়েছে মোনাকো। নিজেদের মাঠে প্রতিপক্ষ দিজনকে ৪-০ গোলে হারিয়েছে পয়েন্ট টেবিলে দুইয়ে থাকা দলটি। শুক্রবার রাতে ম্যাচের ১৩ মিনিটেই গোল করে দলকে এগিয়ে নেন কেইট বালদে। এরপর আর কোনো গোল না হওয়ায় ১-০ তে এগিয়ে থেকে বিরতিতে যায় মোনাকো।

বিরতি থেকে ফিরে দিজনকে আরো চেপে ধরে মোনাকো। ম্যাচের ৬৯ মিনিটে স্পট কিকে লিড দ্বিগুন করেন ফ্যাবিনহো। এরপর খেলার ৮৭ মিনিটে রনি লোপেজের স্বাগতিকদের লিড বাড়ে ৩-০তে। শেষ বাঁশি বাজার ঠিক আগে, মোনাকোর চতুর্থ গোলটি করেন কামিল গ্লিক। এ জয়ে শীর্ষে থাকা পিএসজির সঙ্গে পয়েন্ট ব্যবধান কমিয়ে আনলো মোনাকো।

দৈনিকদেশজনতা/ আই সি

প্রকাশ :ফেব্রুয়ারি ১৭, ২০১৮ ১:৩৭ অপরাহ্ণ