১৯শে জানুয়ারি, ২০২৫ ইং | ৫ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ | দুপুর ১২:২৬

বড় জয়ে কোয়াটার ফাইনালে চেলসি

স্পোর্টস ডেস্ক:

বড় জয়ে এফএ কাপের শেষ আট নিশ্চিত করেছে চেলসি। শুক্রবার উইলিয়ানের জোড়া গোলে নিজেদের মাঠে হাল সিটিকে ৪-০ গোলে হারিয়েছে তারা। ঘরের মাঠ স্ট্যামফোর্ড ব্রিজে, খেলার দুই মিনিটেই এগিয়ে যায় চেলসি। ডি-বক্সের বাইরে থেকে জোড়ালো শটে গোল করেন উইলিয়ান। ২৭ মিনিটে সেস ফ্যাব্রিগাসের লং পাসে রদ্রিগুইজের গোলে স্বাগতিকদের লিড দ্বিগুন হয়।

এর পাঁচ মিনিট পর আবারো উইলিয়ান ঝলক। জিরুদের পাসে দুর্দান্ত শটে বল জালে জড়ান ব্রাজিলিয়ান তারকা। বিরতিতে যাওয়ার তিন মিনিট আগে ৪-০ গোলে এগিয়ে যায় দ্য ব্লুরা। স্কোরার অলিভিয়ের জিরুদ। খেলার দ্বিতীয়ার্ধে স্বাগতিকদের আটকে রাখে অতিথি হাল সিটি। শেষ পর্যন্ত বড় জয়ে চ্যাম্পিয়ন্স লিগে বার্সেলোনার বিপক্ষে ম্যাচের প্রস্তুতি সাড়লো কন্তের শিষ্যরা।

দৈনিকদেশজনতা/ আই সি

প্রকাশ :ফেব্রুয়ারি ১৭, ২০১৮ ১:৩৩ অপরাহ্ণ