১৮ই জানুয়ারি, ২০২৫ ইং | ৪ঠা মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ | সন্ধ্যা ৭:১১

ঠাকুরগাঁওয়ে বিএনপির গণস্বাক্ষর গ্রহণ

ঠাকুরগাঁও প্রতিনিধি:

ঠাকুরগাঁওয়ে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মুক্তির দাবিতে সাধারণ মানুষের কাছ থেকে গণস্বাক্ষর গ্রহণ করেছে জেলা বিএনপি। শনিবার সকাল ১১টায় জেলা বিএনপির কার্যালয়ে বিএনপির নেতাকর্মীরা গণস্বাক্ষর দেওয়ার মাধ্যমে এ কর্মসূচি শুরু করে।

এসময় জেলা বিএনপির সভাপতি তৈমুর রহমান, সাধারণ সম্পাদক মির্জা ফয়সল আমীনসহ জেলা, উপজেলা ও পৌর বিএনপির নেতাকর্মীরাসহ অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। পরে নেতাকর্মীরা শহরের সাধারণ মানুষ, দোকানে, হোটেল-রেস্তোরাঁয় ও পথচারীদের কাছে গণস্বাক্ষর গ্রহণ করে। পুলিশ স্বাক্ষর নেওয়াতে বাধা প্রদান করে বলে অভিযোগ করেছে বিএনপির নেতাকর্মীরা। আগামীকাল রবিবার গণস্বাক্ষর সম্বলিত স্মারকলিপি জেলা প্রশাসকের কাছে হস্তান্তর করা হবে।

দৈনিকদেশজনতা/ আই সি 

প্রকাশ :ফেব্রুয়ারি ১৭, ২০১৮ ১:১৮ অপরাহ্ণ