১৮ই জানুয়ারি, ২০২৫ ইং | ৪ঠা মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ | বিকাল ৪:০৮

সরকার গণবিচ্ছিন্ন হয়ে গেছে: মির্জা ফখরুল

নিজস্ব প্রতিবেদক:

বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, সরকার ক্ষমতা আকড়ে ধরে রাখতে চাইছে। তারা গণবিচ্ছিন্ন হয়ে গেছে। এভাবে ক্ষমতা ধরে রাখতে রাখতে চাইলে বেশিদিন টিকতে পারবে না। আজ শনিবার রাজধানীর নয়াপল্টনে দলীয় কার্যালয়ে বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার মুক্তির দাবিতে গণস্বাক্ষর অভিযানকালে এসব কথা বলেন তিনি। মির্জা ফখরুল বলেন, সরকার গনবিছিন্ন হয়ে হয়ে গেছে। এভাবে ক্ষমতা আকড়ে ধরে সরকার বেশিদিন টিকে থাকতে পারবে না।খুব দ্রুত তাদের বিদায় নিতে হবে। তিনি আরো বলেন, কারও উস্কানিতে কান না দিয়ে বেগম খালেদা জিয়ার নিঃশর্ত মুক্তির জন্য শান্তিপূর্ন আন্দোলন চালিয়ে যেতে হবে।

দৈনিক দেশজনতা /এমএইচ

প্রকাশ :ফেব্রুয়ারি ১৭, ২০১৮ ১:০৭ অপরাহ্ণ