১৯শে জানুয়ারি, ২০২৫ ইং | ৫ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ | রাত ১:৩৮
(FILES) In this photograph taken on March 30, 2013 Bangladesh cricketer Mohammad Ashraful runs during a practice session at The Pallekele International Cricket Stadium in Pallekele. The Bangladesh Cricket Board on June 4, 2013 suspended former national captain Mohammad Ashraful amid an investigation into fixing, an official said. AFP PHOTO/ Ishara S. KODIKARA/FILES

সেঞ্চুরির পর ব্যর্থ আশরাফুল

স্পোর্টস ডেস্ক:

আজ ঢাকা প্রিমিয়ার লিগের (ডিপিএল) ১৯তম ম্যাচে ফতুল্লার খান সাহেব ওসমান আলি স্টেডিয়ামে গাজি গ্রুপ ক্রিকেটার্সের বিপক্ষে লড়ছে কলাবাগান ক্রীড়া চক্র। টসে হেরে ব্যাট করতে নেমে শুরুতে মাত্র ৮ রান করে আউট হয়েছেন মোহাম্মদ আশরাফুল।

এর আগের ম্যাচে প্রাইম দোলেশ্বরের বিপক্ষে দারুণ সেঞ্চুরি করেছিলেন জাতীয় দলের সাবেক অধিনায়ক আশরাফুল। কিন্তু আজ ব্যাট হাতে ব্যর্থ এই ব্যাটসম্যান। এইদিন শুরুতেই ব্যাটিংয়ে নেমে মাত্র ৮ রান করে আউট হন ওপেনার মুনিম শাহরিয়ার। এরপর জসিমউদ্দিনকে শূন্য রানে ফেরান গাজি গ্রুপের পেসার কামরুল ইসলাম রাব্বি।

এরপর কলাবাগানের ব্যাটিংয়ের হাল ধরতে নেমেছিলেন আগের ম্যাচের সেঞ্চুরিয়ান মোহাম্মদ আশরাফুল। তবে আশরাফুলও টিকতে পারেন নি। রাব্বির বলে তিনিও ফিরেন সাজঘরে। পরবর্তীতে তাইবুর রহমান এবং আকিবুর রহমানের জুটিতে নির্ধারিত ৫০ ওভারে ২৩২ রান করে থামে কলাবাগান। দলের হয়ে সর্বোচ্চ আকিবুর রহমান করেন ৮০রান। গাজি গ্রুপ ক্রিকেটার্সের হয়ে দুটি করে উইকেট সংগ্রহ করেন পেসার কামরুল ইসলাম রাব্বি এবং দোলার মাহমুদ।

দৈনিক দেশজনতা /এমএইচ

প্রকাশ :ফেব্রুয়ারি ১৭, ২০১৮ ১:১৯ অপরাহ্ণ