স্পোর্টস ডেস্ক:
শ্রীলংকার বিপক্ষে প্রথম টি-টোয়েন্টিতে দর্শক সারিতে বসে দলের হার দেখতে হয়েছে সাকিব আল হাসানকে। দ্বিতীয় ম্যাচেও তাকে দর্শক হয়ে থাকতে হচ্ছে। লংকানদের বিপক্ষে দ্বিতীয় টি-টোয়েন্টির জন্য ১৬ সদস্যের দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। প্রথম টি-টোয়েন্টির দলই অপরিবর্তিত রাখা হয়েছে। বাঁ হাতের আঙুলের চোট থেকে পুরোপুরি সেরে না ওঠায় ফেরানো হয়নি এই ফরম্যাটের নিয়মিত অধিনায়ক সাকিবকে। ফলে দ্বিতীয় ম্যাচেও নেতৃত্বের ভার থাকছে মাহমুদউল্লাহ রিয়াদের কাঁধে।
ত্রিদেশীয় ওয়ানডে সিরিজের ফাইনালে ফিল্ডিংয়ের সময় বাঁ হাতে আঙুলে চোট পান সাকিব। এতে বড় হারে শ্রীলংকার বিপক্ষে সিরিজ খোয়াতে হয় বাংলাদেশকে। পরে ২ ম্যাচ টেস্ট সিরিজ ১-০তে হারে বিশ্বসেরা অলরাউন্ডারবিহীন টাইগাররা। তাকে ছাড়া প্রথম টি-টোয়েন্টি হেরে সিরিজ হারের শঙ্কায় পড়েছে তারা। আগামীকাল রোববার সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে হবে বাংলাদেশ-শ্রীলংকার দ্বিতীয় ও শেষ টি-টোয়েন্টি ম্যাচ। প্রথমবারের মতো নয়নাভিরাম এই স্টেডিয়ামে খেলবে টাইগাররা। ২০১৪ সালে সবুজ শ্যামলে ঘেরা টিলাবেষ্টিত স্টেডিয়ামটির পর্দা ওঠে। বাংলাদেশ-শ্রীলংকার ম্যাচ দিয়ে তা পূর্ণতা পেতে যাচ্ছে। এরই মধ্যে সিলেটে পৌঁছেছে দুদল।
বাংলাদেশ দল: মাহমুদউল্লাহ রিয়াদ (অধিনায়ক), তামিম ইকবাল, মুশফিকুর রহিম (উইকেটরক্ষক), সৌম্য সরকার, সাব্বির রহমান, রুবেল হোসেন, মোস্তাফিজুর রহমান, জাকির হাসান, আরিফুল হক, আফিফ হোসেন, আবু হায়দার রনি, মোহাম্মদ সাইফউদ্দিন, মোহাম্মদ মিথুন, নাজমুল ইসলাম অপু, মেহেদী হাসান ও আবু জায়েদ রাহী।
দৈনিকদেশজনতা/ আই সি