১৮ই জানুয়ারি, ২০২৫ ইং | ৪ঠা মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ | দুপুর ১২:৪৯

হঠাৎ রিয়ালের ড্রেসিংরুমে তোলপাড়

স্পোর্টস ডেস্ক:

চ্যাম্পিয়নস লিগের সর্বশেষ ম্যাচ বাদ দিলে, রিয়াল মাদ্রিদের সাম্প্রতিক পারফরম্যান্স খুব একটা ভালো নয়। কোপা দেল রের কোয়ার্টার ফাইনালে থেকে ছিটকে পড়েছে তারা। তা ছাড়া স্প্যানিশ লিগে তাদের অবস্থান খুব একটা ভালো জায়গায় নেই, চতুর্থ স্থানে আছে। এখন শোনা গেছে আরো একটি হতাশার কথা, দলটির ড্রেসিং রুমে নাকি তোলপাড় চলছে।

ইংলিশ সংবাদ মাধ্যম ডেইলি এক্সপ্রেসের খবরে জানা গেছে, চ্যাম্পিয়নস লিগের সর্বেশষ ম্যাচ জয়ের পরই নাকি রিয়ালের ড্রেসিং রুমে গরম হাওয়া বইতে শুরু করে। আর তা হয়েছে নাকি, দলটির সবচেয়ে বড় তারকা ক্রিস্টিয়ানো রোনালদোর একটি নির্দেশকে কেন্দ্র করে। রোনালদো নাকি দলের কোচকে ‘নির্দেশ’ দিয়েছেন চ্যাম্পিয়ন লিগের দ্বিতীয় লেগের ম্যাচে করিম বেনজেমাকে একাদশ থেকে বাদ দেওয়ার জন্য। তাঁর মতে, রিয়ালের ৪-৪-২ ফরমেশনে খেলা উচিত। এতে গোল খাওয়া এড়ানো যাবে। তাই এই পর্তুগিজ তারকা আক্রমণে জুটি হিসেবে তাঁর পাশে চান গ্যারেথ বেলকে।

রোনালদোর এমন কথা ফাঁস হওয়ার পরই তোলপাড় শুরু হয়ে যায়। ড্রেসিংরুমের পরিবেশও নাকি উত্তপ্ত হয়ে ওঠে। আগামী ৬ মার্চ চ্যাম্পিয়নস লিগে শেষ ষোলো দ্বিতীয় লেগে পিএসজির মুখোমুখি হবে রিয়াল। অবশ্য প্রথম লেগে রোনালদোর জোড়া গোলে রিয়াল জিতেছে সহজেই। কিন্তু দ্বিতীয় লেগে যে তাদের কঠিন পরীক্ষার মুখোমুখি হতে পারে সেটা সতর্ক করে দিয়েছেন অনেকেই। তা ছাড়া ঘরের মাঠে পিএসজিও ঘুরে দাঁড়াতে চাইবে। নেইমারের দলটি আগের তুলনায় অনেক বেশি ভারসাম্যপূর্ণ এখন। দারুণ ফর্মে আছেন দলটির ব্রাজিলীয় তারকা নেইমার। নিজেদের মাঠে তিনি জ্বলে উঠলে রোনালদোদের জন্য কাজটা কঠিনই হবে।

দৈনিকদেশজনতা/ আই সি

প্রকাশ :ফেব্রুয়ারি ১৭, ২০১৮ ১২:৫৪ অপরাহ্ণ