১৮ই জানুয়ারি, ২০২৫ ইং | ৪ঠা মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ | বিকাল ৪:০৬

নোয়াখালীতে জেলা ছাত্রদলের সভাপতিসহ গ্রেফতার ৩

নিজস্ব প্রতিবেদক:

নোয়াখালী জেলা ছাত্রদলের সভাপতিসহ ৩ জনকে গ্রেফতার করেছে পুলিশ। শনিবার সকাল ১০টার দিকে নোয়াখালী প্রেস ক্লাবের সামনে থেকে তাদেরকে গ্রেফতার করা হয়। এরা হলেন- জেলা ছাত্রদলের সভাপতি নুরুল আমিন খান, নোয়াখালী পৌর বিএনপির ১নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক ফজল ও যুবদল কর্মী রবিউল ইসলাম।

জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক লিয়াকত আলী খান জানান, সকালে জেলা প্রেসক্লাব চত্বরে বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার কারা মুক্তির দাবিতে গণস্বাক্ষর কর্মসূচির আয়োজন করে বিএনপি। গণস্বাক্ষর কর্মসূচিতে আসার পথে জেলা ছাত্রদলের সভাপতি নুরুল আমিন খানসহ তিন জনকে গ্রেফতার করেছে পুলিশ।

সুধারাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনোয়ার হোসেন জানান, থানায় মামলা থাকায় জেলা বিএনপির সভাপতি নুরুল আমিন খানসহ ৩ জনকে গ্রেফতার করা হয়েছে।

দৈনিক দেশজনতা /এমএইচ

প্রকাশ :ফেব্রুয়ারি ১৭, ২০১৮ ১২:১৫ অপরাহ্ণ