১৯শে জানুয়ারি, ২০২৫ ইং | ৫ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ | ভোর ৫:৫৮

সোশ্যাল মিডিয়ায় ট্রেন্ডিং সুহানা

বিনোদন ডেস্ক:

ফিরলেন তিনি। প্রায় এক মাস পর। তিনি অর্থাৎ শাহরুখ খানের কন্যা সুহানা খান। সোশ্যাল মিডিয়ায় এখন একটাই খবর। সুহানা ইজ ব্যাক। এ সংক্রান্ত একটি খবর প্রকাশ করেছে ভারতের আনন্দবাজার পত্রিকা। আসলে সুহানাকে নিয়ে বরাবরই ওয়েব অডিয়েন্সের আগ্রহ থাকে। সম্প্রতি তার আরও একটি ছবি ভাইরাল হয়েছে।

ভাইরাল হওয়া ছবিতে অভিনেতা সঞ্জয় কাপুরের মেয়ে সানায়ার সঙ্গে সুহানা রয়েছেন। সঞ্জয় নিজেই সে ছবি শেয়ার করেছেন সোশ্যাল মিডিয়ায়। তিনি লিখেছেন, ‘ওরা কত তাড়াতাড়ি বড় হয়ে যাচ্ছে।’ এই মূহূর্তে লন্ডনে পড়াশোনা করছে সুহানা। তার বিভিন্ন ছবি দেখে বলিউড মহলের অনেকেই বলেন, হয়তো খুব তাড়াতাড়ি বলিউডে ক্যারিয়ার তৈরি করবেন তিনি। তবে এ বিষয়ে শাহরুখ আগেই জানিয়েছিলেন, পড়াশোনা শেষ না করে সুহানা ক্যারিয়ার তৈরির কথা ভাববেন না।

যদিও সুহানা এ ব্যাপারে মুখ খোলেননি। কিছুদিন আগে নাটকে তার অভিনয় দেখে প্রশংসা করেছিলেন শাবানা আজমি। আবার করণ জোহরের মুম্বাইয়ের অফিস থেকেও তাকে বের হতে দেখা গেছে। ফলে সব মিলিয়ে তার বলিউডে অভিষেকের সম্ভবনা উড়িয়ে দিচ্ছেন না ইন্ডাস্ট্রির একটা বড় অংশ।

দৈনিকদেশজনতা/ আই সি

প্রকাশ :ফেব্রুয়ারি ১৭, ২০১৮ ১০:৩৩ পূর্বাহ্ণ