১৯শে জানুয়ারি, ২০২৫ ইং | ৫ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ | সকাল ৯:১৪

‘চুম্মা চুম্মা’ শুটিং করতে প্রথমে রাজি হননি মিম

বিনোদন ডেস্ক:

সুপারস্টার শাকিব খান ও বিদ্যা সিনহা মিম অভিনীত ‘আমি নেতা হবো’ ছবিটি সারা দেশে মুক্তি পেয়েছে আজ। উত্তম আকাশ পরিচালিত ছবিটি মুক্তির আগেই ইউটিউবে এর গানগুলো বেশ জনপ্রিয়তা পায়। অবশ্যই ভালো লাগছে। আজ বেশ কিছু সিনেমা হলে আমি যাব। দর্শকদের সঙ্গে হলে বসে ছবিটি দেখব। শাকিব ভাইয়া অনেক ফ্রেন্ডলি। কাজের অভিজ্ঞতা ভালো ছিল।
‘চুম্মা চুম্মা’ গানটি এত হিট হবে, এটা আগে বুঝিনি। গানটির শুটিং আমরা থাইল্যান্ডে করেছিলাম। সত্যি বলতে, পরিচালক যখন গানটির কথা আমাকে বলেছিলেন, তখন আমি তাঁকে বলেছিলাম, ছবিতে এই গানটি না থাকলেই ভালো হবে। আপনারা অন্য রোমান্টিক গান চিন্তা করুন। এখানে কিসের বিষয়টা অনেক বেশি আছে। আমার কথায় তাঁরা রাজিও হয়েছিলেন। যখন থাইল্যান্ডে গানের শুটিং করতে গেলাম, তখন জানলাম আমরা যে গানটির শুটিং করব, সেই গানটি যেকোনো কারণেই হোক আর করা সম্ভব নয়। পরে সবাই ‘চুম্মা চুম্মা’ গানটির শুটিং করতে আমাদের বলেন। তখনো আমি রাজি না। আমার মা পরে আমাকে বোঝালেন যে গানটা খারাপ হবে না। শেষে গানটির শুটিং করেছিলাম। যা হোক গানটা ইউটিউবে রিলিজের পর দেখি দর্শক ভালোভাবেই গ্রহণ করছেন। এটা ইতিবাচক ব্যাপার।

রোমান্টিক ছবি আমাদের দেশের দর্শক অনেক পছন্দ করেন। এই ছবিটা রোমান্টিক। এ ছাড়া ছবিটি রাজনৈতিক পটভূমিতে তৈরি করা। এখানে অ্যাকশন, কমেডি, রোমান্স সবই আছে। আশা করছি, ছবিটি দর্শকদের ভালো লাগবে।

দৈনিকদেশজনতা/ আই সি

প্রকাশ :ফেব্রুয়ারি ১৭, ২০১৮ ৯:৫২ পূর্বাহ্ণ