১৮ই জানুয়ারি, ২০২৫ ইং | ৪ঠা মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ | দুপুর ২:০৪

বেনাপোলে ২০পিচ স্বর্নেরবার জব্দ

নিজস্ব প্রতিবেদক:

বেনাপোলের ধান্যখোলা সীমান্ত দিয়ে ভারতে পাচারকালে ২০টিস্বর্নের বার জব্দ করেছে বিজিবি। তবে এসময় কোন পাচারকারীকে আটক করতে পারেনি তারা। আটককৃত স্বর্নের মূল্য ৩৩লাখ ৩৭ হাজার টাকা বলে জানায় বিজিবি।

যশোর ৪৯ বিজিবি ব্যাটলিয়নের অধিনায়ক লেঃ কর্নেল আরিফুল হক জানান, গোপন সংবাদে জানতে পারি,বিপুল পরিমান স্বর্ন নিয়ে এক চোরাকারবারী বেনাপোল ধান্যখোলা সীমন্ত দিয়ে ভারতে যাচ্ছে। এ ধরনের সংবাদে আইসিপি বিজিবি সদস্যরা সীমান্ত এলাকায় অভিযান চালায়। বিজিবির উপস্তিতি টের পেয়ে পালিয়ে যায় চোরাকারবারীরা। এসময় পরিত্যাক্ত অবস্থায়২০ পিচ স্বর্নের বার জব্দ করা হয়। জব্দকৃত স্বর্নের ওজন ৮শ ৬৫গ্রাম। আটক স্বর্নগুলি বেনাপোল কাষ্টম হাউসে জমা দেয়া হয়েছে। এ ব্যাপারে বেনাপোল পোর্ট থানায় মামলা হয়েছে।

বিশেষ ধাচের পাতলাকরে বানানো সোনার বার বলে জানায় বিজিবি।

দৈনিক দেশজনতা/এন এইচ

প্রকাশ :ফেব্রুয়ারি ১৬, ২০১৮ ২:২৭ অপরাহ্ণ