১৮ই জানুয়ারি, ২০২৫ ইং | ৪ঠা মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ | দুপুর ২:০৭

সাতক্ষীরায় স্ত্রীকে পিটিয়ে হত্যা স্বামীসহ আটক ৪

নিজস্ব প্রতিবেদক:

সাতক্ষীরায় শহরের পারকুখরালীতে স্ত্রীকে পিটিয়ে হত্যার অভিযোগে স্বামীসহ ৪ জনকে আটক করেছে পুলিশ। শুক্রবার ভোরে শহরের পারকুখরালী গ্রামের রাহাতুল্লাহ’র রাইস মিলে এই ঘটনা ঘটে।

নিহত গৃহবধূ সোনিয়া খাতুন (২৫) শহরের ইটাগাছা নতুন গ্রামের মৃত কওছার আলীর মেয়ে ও শ্যামনগর উপজেলার ঘোলা গ্রামের সাদ্দাম হোসেনের স্ত্রী।

আটকরা হলেন, সোনিয়ার স্বামী শ্যামনগর উপজেলার ঘোলা গ্রামের রবিউল ইসলামের ছেলে সাদ্দাম হোসেন, সাদ্দাম হোসেনের প্রেমিকা নাজমা খাতুন, সাদ্দাম হোসেনের মা ফাতেমা খাতুন ও রাইস মিল ম্যানেজার সোহাগ হোসেন।

নিহত সোনিয়ার বড় ভাই জিয়াউর রহমান জানান, সাদ্দাম হোসেন ও তার স্ত্রী সোনিয়া খাতুন শহরের কুখরালি গ্রামে রাহাতুল্লাহ’র রাইস মিলে কর্মচারী হিসেবে কাজ করতেন। একই রাইস মিলে কাজ করতেন সদর উপজেলার ঝাউডাঙ্গা গ্রামের ইব্রাহিম খলিলের স্ত্রী নাজমা খাতুন। নাজমা খাতুনের স্বামী ইব্রাহিম পাটকেলঘাটা ত্রিশ মাইলের একটি কারখানায় কাজ করেন।

নাজমা খাতুনের স্বামী তার কাছে না থাকায় সে সোনিয়ার স্বামী সাদ্দাম হোসেনের সাথে পরকীয়ায় জড়িয়ে পড়্ন। এ নিয়ে স্বামী-স্ত্রীর মধ্যে প্রায়ই ঝগড়া বিবাদ লেগে থাকতো। এরই জের ধরে শুক্রবার ভোরে সাদ্দাম তার স্ত্রীকে পিটিয়ে হত্যা করে গলায় রশি দিয়ে ঘরের আড়ায় ঝুঁলিয়ে রাখে।

সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মারুফ আহমেদ বিষয়টি নিশ্চিত করে জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে পরকীয়া জেরে সোনিয়াকে তার স্বামী সাদ্দাম পিটিয়ে হত্যা করেছে। নিহতের মুখে, গলায় ও পিঠে আঘাতের চিহ্ন রয়েছে। এ ঘটনায় নিহতের স্বামী সাদ্দামকে ঘটনাস্থল থেকে আটক করা হয়েছে এবং বাকি তিনজনকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছে।

পুলিশ নিহতের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সাতক্ষীরা সদর হাসপাতাল মর্গে পাঠিয়েছে।

দৈনিক দেশজনতা/এন এইচ

প্রকাশ :ফেব্রুয়ারি ১৬, ২০১৮ ২:২৪ অপরাহ্ণ